রথ বাধা, তাই শহরে পথ ‘অচল’ করার পরিকল্পনা

শনিবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অমিত শাহের নির্দেশ মতো রথ মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে যাব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০১:২৪
Share:

রথের মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। শনিবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অমিত শাহের নির্দেশ মতো রথ মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে যাব।’’

Advertisement

অন্য দিকে, এ দিন বীরভূমের রামপুরহাটে সভা করেন দিলীপবাবু। সেখান থেকেই এ দিন রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। আসার কথা ছিল দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ের পর রথের কর্মসূচি বাতিল করতে হয়। সেখানে পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে দিলীপবাবু বলেন, ক্ষমতায় এলে তালিকা ধরে ধরে ‘ব্যবস্থা’ হবে।

সূত্রের খবর, শুক্রবার রাতেই রাজ্যের পর্যবেক্ষকদের দিল্লিতে জরুরি তলব করেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি। আইনজ্ঞ ও পর্যবেক্ষকদের নিয়ে এ দিন তিনি বৈঠক করেন। তাঁদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেওয়ার পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন শাহ। সূত্রের খবর, আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে মামলাটি তুলতে পারে দল।

Advertisement

অন্য দিকে, এ দিন রাজ্য বিজেপির সদর দফতরে রথের বিকল্প পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন রাজ্য নেতৃত্বের একাংশ। সেখানেই সিদ্ধান্ত হয়, জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় আইন অমান্য কর্মসূচি নেওয়া হবে। যেখানে হাজির থাকবেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব। রাজ্য সরকার রাজ্য বিজেপির সদর দফতরে রথযাত্রার অনুমতি না দিয়ে চিঠি পাঠানোর পর অবশ্য দলের নেতারা জানিয়েছিলেন কলকাতায় লালবাজার অভিযান হবে। সেই পরিকল্পনা থেকে কি তবে সরে আসা হচ্ছে? দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘লালবাজার অভিযান হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বড় সড় কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement