ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। —ফাইল চিত্র।
দক্ষিণবঙ্গের উপর থেকে অবশেষে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। এ বার তার জেরে দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে। আগামী সপ্তাহে উত্তরের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে অন্তত দু’টি জেলায়। দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে। তবে তা আগের চেয়ে কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ক্রমে উত্তর দিকে সরে গিয়েছে। এখন তা উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। যদিও বিক্ষিপ্ত ভাবে সারা সপ্তাহ জুড়েই বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলায় জেলায়। তবে গত কয়েক দিন ধরে যে ভাবে টানা বৃষ্টি চলেছে, তা আপাতত আর দেখা যাবে না। পরিবর্তে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
শনিবার এবং রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে। দু’একটি জায়গায় হতে পারে অতি প্রবল বর্ষণ (২০ সেন্টিমিটারের বেশি)। এই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি রয়েছে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃহস্পতিবার থেকে আবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার আগে উত্তর দিনাজপুরে শনিবার এবং রবিবার, মালদহে রবিবার ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে আপাতত কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় এই সংক্রান্ত সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে শনিবারও সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। এ ছাড়া, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম।