Donald Trump on India Russia Trade Deal

রাশিয়ার তেল কেনা কি বন্ধ করেছে ভারত? সূত্রের দাবি শুনে চারটি বাক্যে মন্তব্য ট্রাম্পের, কী বলছে নয়াদিল্লি?

শুক্রবার রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা রাশিয়া থেকে আপাতত খনিজ তেল কেনা বন্ধ রেখেছে। ট্রাম্পকে সেই রিপোর্টের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি চারটি বাক্যে উত্তর দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ০৮:০৩
Share:

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি নাকি রাশিয়া থেকে খনিজ তেল কেনা স্থগিত রেখেছে। সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। সেই দাবির উল্লেখ করে শনিবার চারটি বাক্যে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, এটা খুব ভাল সিদ্ধান্ত। তবে রিপোর্টের সত্যতা এখনও নিশ্চিত হয়নি। রাষ্ট্রায়ত্ত ওই সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে আলোকপাত করতে পারেনি।

Advertisement

শুক্রবার রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা রাশিয়া থেকে আপাতত খনিজ তেল কেনা স্থগিত রেখেছে। গত সপ্তাহ থেকে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড রাশিয়ার তেল কেনেনি। ভারতে লাগাতার রাশিয়ার তেল আমদানিতে অসস্তুষ্ট আমেরিকা। ট্রাম্প শুক্রবারই ঘোষণা করেন, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ও দিতে হবে। জরিমানার অঙ্ক অবশ্য তিনি স্পষ্ট করেননি। এর পরেই রয়টার্সের রিপোর্টটি প্রকাশ্যে এসেছিল।

এ বিষয়ে প্রশ্ন করা হলে শনিবার ট্রাম্প বলেন, ‘‘আমি বুঝতে পারছি, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি অন্তত সেটাই শুনেছি, সত্যি কি না জানি না। এটা একটা ভাল সিদ্ধান্ত। দেখা যাক কী হয়।’’

Advertisement

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল সাংবাদিকদের মুখোমুখি হলে রয়টার্সের এই রিপোর্ট নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সত্যিই কি ভারতের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে? রনধীর জানান, এমন কোনও পদক্ষেপ সম্পর্কে কেন্দ্র অবহিতই নয়। রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রনধীর। বলেছেন, ‘‘বাজারে কে কী দাম নিচ্ছে এবং সার্বিক বিশ্ব পরিস্থিতির দিকে নজর রেখে আমরা আমাদের জ্বালানি চাহিদা পূরণ করে থাকি।’’ অর্থাৎ, তেল আমদানির ক্ষেত্রে জাতীয় স্বার্থকেই যে প্রাধান্য দেওয়া হবে, তা স্পষ্ট করে দিয়েছে বিদেশ মন্ত্রক।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। এই মুহূর্তে তারা রাশিয়া থেকেই ৩৫ শতাংশ তেল কিনে থাকে। রাশিয়ার খনিজ তেলের সবচেয়ে বড় ক্রেতা নয়াদিল্লি। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারত তেল কিনত। কিন্তু কয়েক বছর আগে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সমীকরণ বদলে গিয়েছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করায় আমেরিকা-সহ পশ্চিমি বিশ্ব মস্কোর উপর একাধিক বিধিনিষেধ আরোপ করে। তেল বিক্রির জন্য তখন থেকে বিপুল ছাড় দিতে শুরু করে রাশিয়া। অধিক ছাড়ে তাই ভারত তুলনামূলক সস্তায় খনিজ তেল কিনছে তাদের থেকে। আমেরিকার দাবি, এর ফলে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সুবিধা হচ্ছে রাশিয়ার। কিন্তু ভারত প্রথম থেকেই এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement