কংগ্রেসের সঙ্গে মঞ্চ গড়তে তৎপরতা বামে

দ্রুত যৌথ মঞ্চ গড়ার প্রস্তাব বাস্তবায়িত করার জন্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে চিঠি পাঠাচ্ছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ০৩:০৭
Share:

ফাইল চিত্র।

নির্বাচনী সমঝোতার অপেক্ষায় না থেকে যৌথ আন্দোলনের কর্মসূচি নিয়ে দ্রুত পথে নামার জন্য সিপিএম নেতাদের প্রস্তাব দিয়েছে প্রদেশ কংগ্রেস। একই প্রশ্নে এ বার বাম শিবির থেকেও তৎপরতা শুরু হল।

Advertisement

দ্রুত যৌথ মঞ্চ গড়ার প্রস্তাব বাস্তবায়িত করার জন্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে চিঠি পাঠাচ্ছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। আলিমুদ্দিনে সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং পুজোর আগে বামফ্রন্টের বৈঠকেও একই প্রস্তাব দিয়েছিলেন ফ ব নেতৃত্ব। কিন্তু সিপিএমের তরফে এখনও এমন উদ্যোগে সাড়া দেওয়ার তৎপরতা দেখা যায়নি। রাজ্যের তিন বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা হওয়ার কথা শীঘ্রই। তার আগে সময় নষ্ট না করে যৌথ মঞ্চ গড়ার বিষয়টি স্মরণ করিয়ে সিপিএম ও কংগ্রেসকে চিঠি দিচ্ছেন ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

মোহনদাস গাঁধীর জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে কংগ্রেসের একটি প্রদর্শনীতে আমন্ত্রিত হয়ে গিয়ে বিধান ভবনে সোমেনবাবুর সঙ্গে বৈঠক করেছিলেন বিমানবাবু, নরেনবাবুরা। সে দিন সোমেনবাবুও যৌথ মঞ্চের প্রসঙ্গ তুলেছিলেন। বিমানবাবু তখন বলেন, আগে রাস্তায় নামা হোক। তার পরে মঞ্চ তৈরি করা যাবে। সে দিনই আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠকে সূর্যকান্ত মিশ্র, বিমানবাবুরা শরিক নেতাদের বলেন, লোকসভা ভোটের সময়ে কংগ্রেস-প্রশ্নে তাঁদের যা ওজর-আপত্তি ছিল, এখন তার প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানাতে। পুরুলিয়ায় ফ ব-র রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল, কংগ্রেসের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও সমঝোতাই চলবে না। কিন্তু ভোটের পরের পরিস্থিতির প্রেক্ষিতে বিজেপি ও তৃণমূলকে রুখতে কংগ্রেস-বাম যৌথ মঞ্চ গড়ার প্রস্তাব পাশ হয়েথে ফ ব-র রাজ্য কাউন্সিল অধিবেশনে। প্রদেশ কংগ্রেসের এক নেতারও মত, ‘‘রাস্তায় নামার কথা বলা হচ্ছে কিন্তু নামা আর হচ্ছে না! যৌথ মঞ্চ থাকলে কর্মসূচি নিতে অনেক সুবিধা হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন