Arambag

আরামবাগের রাইসমিলে বয়লার ফেটে জখম দুই শ্রমিক

সেই গরম বয়লায় ছিটকে গিয়ে পড়ে আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের উপর। তবে সেই সময় রাস্তা ফাঁকা থাকায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ২৩:৩৮
Share:

—নিজস্ব চিত্র।

রাইসমিলে কাজ করার সময় বয়লার ফেটে গুরুতর জখম হলেন দুই শ্রমিক। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার বিকেলে আরামবাগ-এর একটি রাইসমিলে ওই দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ জানিয়েছে, এদিন আরামবাগের জয়পুর এলাকার একটি রাইসমিলে ওই দুর্ঘটনায় জখম হয়েছেন মৃত্যুঞ্জয় মাঝি এবং দিব্যেন্দু ভকত। দুর্ঘটনার পর তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’জনের অবস্থাই আশঙ্কজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নিহত কালাচাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিজেপি-র রাজ্য নেতৃত্বের

Advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে কাজ চলাকালীন হঠাৎই রাইসমিলের বয়লারটি ফেটে যায়। সেই গরম বয়লায় ছিটকে গিয়ে পড়ে আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের উপর। তবে সেই সময় রাস্তা ফাঁকা থাকায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে ওই বয়লার রুমে কর্মরত দুই শ্রমিক মৃত্যুঞ্জয় এবং দিব্যেন্দু গুরুতর জখম হয়েছেন। বয়লারের গরম জলে তাঁদের শরীর পুড়ে গিয়েছে।

ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন