দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা রূপার

লক্ষ্য, হারানো জমি পুনরুদ্ধার। লোকসভা ভোটের পরে বীরভূমের যে এলাকায় নিয়মিত শাসক দলকে টক্কর দিতে শুরু করেছিল বিজেপি, সেই পাড়ুইয়ে আজ তাদের একাধিক সদস্য প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাড়ুই শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ০২:০৩
Share:

লক্ষ্য, হারানো জমি পুনরুদ্ধার। লোকসভা ভোটের পরে বীরভূমের যে এলাকায় নিয়মিত শাসক দলকে টক্কর দিতে শুরু করেছিল বিজেপি, সেই পাড়ুইয়ে আজ তাদের একাধিক সদস্য প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এমন পরিস্থিতিতে পাড়ুইতে গিয়ে প্রয়োজনে রাত জেগে, শিবির করে কর্মী-সমর্থকদের পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সাত্তোরের নির্যাতিতাকে সঙ্গে নিয়ে তুললেন জাতীয় পতাকা।

Advertisement

কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে শনিবার রূপাকে পাড়ুইতে পাঠান বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। এ দিন সকালে পাড়ুই বাসস্ট্যান্ডে ও কিছু পরে রাঘাইপুরে দু’টি অনুষ্ঠানে জাতীয় পতাকা তোলার পরে রুপার মন্তব্য, ‘‘বিজেপি ছাড়ার জন্য শাসক দল ও পুলিশ—দু’তরফ থেকে চাপ আসছে। তবে শেষ পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে।’’ সাত্তোরের নির্যাতিতা বলেন, ‘‘বিজেপি-তে ছিলাম-আছি-থাকব।’’

তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য রূপার মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘ওখানে বিজেপি-র কোনও জনসমর্থন নেই। তাই উনি (রূপা) এমন কথা বলছেন।’’ জেলার পুলিশ সুপার মুকেশ কুমার এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন