ছাড়পত্র ছাড়াই স্কুল আরএসএসের

সরকারের ছাড়পত্র ছাড়াই স্কুল চালানোর জন্য আরএসএসের ৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এ বার কৈফিয়ত চাইবে রাজ্যের শিক্ষা দফতর।ধর্মের ভিত্তিতে স্কুল চালাতে দেবেন না বলে বুধবার আরএসএস-কে হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:০০
Share:

সরকারের ছাড়পত্র ছাড়াই স্কুল চালানোর জন্য আরএসএসের ৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এ বার কৈফিয়ত চাইবে রাজ্যের শিক্ষা দফতর।

Advertisement

ধর্মের ভিত্তিতে স্কুল চালাতে দেবেন না বলে বুধবার আরএসএস-কে হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরেই আরএসএস পরিচালিত ১২৫টি স্কুলের বিষয়ে খোঁজ নেয় শিক্ষা দফতর। দেখা গিয়েছে, এর মধ্যএ ৯৬টি স্কুলই রাজ্য সরকারের কাছ থেকে কোনও ‘নো অবজেকশন’ সার্টিফিকেট নেয়নি। এই প্রেক্ষিতেই পার্থবাবু এ দিন জানান, ‘‘ওই স্কুলগুলোকে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে, তারা রাজ্য সরকারের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া কী ভাবে স্কুল চালাচ্ছে? কয়েকটি স্কুলকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েও দেওয়া হয়েছে।’’

আরএসএস-এর স্কুল পরিচালন সংস্থা বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের অবশ্য দাবি, তারা ধর্মের ভিত্তিতে স্কুল চালায় না। তবে তাদের স্কুলে গীতার শ্লোক, রামায়ণ, মহাভারত ইত্যাদি পড়ানো হয়। ভক্তিমূলক গান শেখানো হয় পড়ুয়াদের। আরএসএস বিরোধীরা অবশ্য মনে করছে, এ ভাবেই শিশু-কিশোরদের মনে হিন্দুত্বের প্রভাব বিস্তার করছে সঙ্ঘ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement