Collective Geeta Recitation

আরএসএসের প্রচারের মুখ প্রণব মুখোপাধ্যায়! সমাজমাধ্যমে প্রাক্তন রাষ্ট্রপতির ভিডিয়ো পোস্ট করে ব্রিগেডে গীতাপাঠের প্রচার

সাত বছর আগে ৭ জুন নাগপুরে আরএসএসের মঞ্চে প্রণবের পদার্পণ জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিল। কংগ্রেসে এককালে যাঁর উপস্থিতি ছিল মহীরুহপ্রমাণ, তিনি রাতারাতি গান্ধী পরিবারের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছেন বলে চর্চা শুরু হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৮:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গীতাপাঠ কর্মসূচির প্রচারে প্রণব মুখোপাধ্যায়ের ভিডিয়ো। সৌজন্যে আরএসএস। আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে আরও এক বার সমবেত গীতাপাঠ কর্মসূচির আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। সংগঠনের মাথারা আরএসএস ঘনিষ্ঠ হওয়ায় কর্মসূচিটির প্রচারে আরএসএস-ও সক্রিয় ভাবে মাঠে নেমেছে। কিন্তু সে প্রচারে যাঁর মুখ আরএসএস ব্যবহার করেছে, তা দেখে অনেকেই বিস্মিত! কুরুক্ষেত্রের যুদ্ধ সংক্রান্ত কয়েকটি পঙ্‌ক্তি আবৃত্তি করছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়— এমন একটি ভিডিয়োকে কাজে লাগানো হয়েছে ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচির প্রচারে।

Advertisement

ব্রিগেডে সমবেত গীতাপাঠ কর্মসূচি হবে আগামী ৭ ডিসেম্বর। ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ), জগদ্বন্ধু আশ্রমের বন্ধুগৌরব মহারাজ এবং রিষড়া প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দের নেতৃত্বে আয়োজন হচ্ছে। আরএসএসের তথ্যকেন্দ্র তথা সংবাদমাধ্যম সম্পর্ক শাখা ‘বিশ্ব সংবাদ কেন্দ্রে’র ফেসবুক পেজে (ভিএসকে-দক্ষিণবঙ্গ) লাগাতার আহ্বান জানানো হচ্ছে ৭ ডিসেম্বরের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। তেমনই এক পোস্টে দেখা গিয়েছে জাতীয় কংগ্রেসের এককালের প্রথম সারির নেতা তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণবের মুখ। ভিডিয়োটিতে প্রণব আবৃত্তি করছেন— ‘কুরুক্ষেত্র চিরস্তব্ধ ভীষণ সমর মন্দ্র / অন্তিম নতি লহ ভীষ্মের অস্তোন্মুখ চন্দ্র...।’

সাত বছর আগে ৭ জুন তারিখে নাগপুরে আরএসএসের মঞ্চে প্রণবের পদার্পণ জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিল। কংগ্রেসে এককালে যাঁর উপস্থিতি ছিল মহীরুহপ্রমাণ, তিনি রাতারাতি গান্ধী পরিবারের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছেন বলে চর্চা শুরু হয়েছিল। অন্য দিকে আরএসএসের নানা মঞ্চ থেকে প্রণবের প্রশংসা শুরু হয়েছিল। সাত বছর পেরিয়ে এসেও সেই আবহ কি বহাল? কংগ্রেসে সবচেয়ে ক্ষমতাশালী পরিবারটির সদস্যদের মুখে এখন আর প্রণবের নাম সে ভাবে শোনা যায় না। কিন্তু আরএসএস এখনও ফিরিয়ে আনছে প্রণবের স্মৃতি। তাও আবার হিন্দুত্ববাদী সংগঠনের কর্মসূচির প্রচারে।

Advertisement

আরএসএসের দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় অবশ্য এর সঙ্গে রাজনীতির যোগ মানছেন না। তাঁর কথায়, ‘‘প্রণব মুখোপাধ্যায় এই বাংলার তথা দেশের অন্যতম সম্মাননীয় নাগরিক ছিলেন। তাঁদের মতো মানুষদের কাছে মহাভারত বা মহাভারতের কুরুক্ষেত্রে উচ্চারিত গীতা কতটা প্রাসঙ্গিক, সে কথাই তুলে ধরার চেষ্টা হয়েছে।’’

কংগ্রেস অবশ্য আরএসএস-কে কটাক্ষ করছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলছেন, ‘‘ওই ভিডিয়োয় গীতা সংক্রান্ত বিষয়ে প্রণব মুখোপাধ্যায়ের মুখ থেকে যা শোনা যায়, তার সারবত্তা আরএসএস কখনও উপলব্ধি করতে পেরেছে কি না, এখনও পারে কি না, আমার সংশয় রয়েছে। পারলে তো একাত্মতা অন্য রূপ পেত। আশা করি এর সারবত্তা উপলব্ধি করে আরএসএস বা বিজেপি তাদের রাজনৈতিক পথ পরিবর্তন করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement