ক্ষমতায় এলে স্বাস্থ্য ফেরাব, দাবি রূপার

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল স্বাস্থ্যের সমালোচনা করে বিকল্পের সন্ধান দিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি-র রাজ্য দফতরে রবিবার দলের মেডিক্যাল সেলের ওয়েবসাইটের উদ্বোধন করে রূপা বলেন, ‘‘বিরোধী দল মানেই সমালোচনা, পান বা চায়ের দোকানে বিরাট আলোচনা, পর্যালোচনা। কিন্তু আমরা একটু অন্য রকম। আমাদের এই সেলের একটা পরিকল্পনা থাকবে, আমরা যে দিন সরকারে আসব, সে দিন কী ভাবে ভাল পরিষেবা দেব, তা নিয়ে। আমাদের সব সেলেরই উদ্দেশ্য, নতুন পশ্চিমবঙ্গ গঠন করার জন্য নিজেদের প্রস্তুত করা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৪:৩৭
Share:

বিজেপির মেডিক্যাল সেলের ওয়েবসাইটের উদ্বোধনে রূপা গঙ্গোপাধ্যায়। রবিবার। ছবি: বিশ্বনাথ বণিক

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল স্বাস্থ্যের সমালোচনা করে বিকল্পের সন্ধান দিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি-র রাজ্য দফতরে রবিবার দলের মেডিক্যাল সেলের ওয়েবসাইটের উদ্বোধন করে রূপা বলেন, ‘‘বিরোধী দল মানেই সমালোচনা, পান বা চায়ের দোকানে বিরাট আলোচনা, পর্যালোচনা। কিন্তু আমরা একটু অন্য রকম। আমাদের এই সেলের একটা পরিকল্পনা থাকবে, আমরা যে দিন সরকারে আসব, সে দিন কী ভাবে ভাল পরিষেবা দেব, তা নিয়ে। আমাদের সব সেলেরই উদ্দেশ্য, নতুন পশ্চিমবঙ্গ গঠন করার জন্য নিজেদের প্রস্তুত করা।’’

Advertisement

বিজেপি-র জাতীয় কর্মসমিতির সদস্য অরুণ হালদার ও দুই কাউন্সিলর মীনাদেবী পুরোহিত ও সুব্রত ঘোষ এ দিন প্রথমে ওই সেলের সাইট উদ্বোধন করেন। পরে রূপা এলে তাঁকে দিয়ে ফের উদ্বোধন করান সেলের নেতারা। রূপা তাঁদের প্রশ্ন করেন, ‘‘বিজেপি কর্মীরা যখন হাত-পা ভেঙে দৌড়োদৌড়ি করে, কোথায় চিকিৎসা করাবে বুঝতে পারে না, তখন তাদের পাশে থাকবেন তো আপনারা?’’ সম্মতি জানান সেলের নেতারা। স্বাস্থ্যে দুর্নীতির অভিযোগও তোলেন রূপা। তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাজির সুপারিশে সম্প্রতি একটি কুকুরকে এসএসকেএম হাসপাতালে ডায়ালিসিস করানোর চেষ্টা হয়েছিল। সে বিষয়ে প্রশ্নের জবাবে রূপা বলেন, ‘‘কুকুর ভীষণ ভালবাসি। পশু সম্পর্কে বলতে খারাপ লাগবে। পশুপাখিদের চিকিৎসা প্রতিষ্ঠানে কেন এই ব্যবস্থা থাকবে না?’’ ওই অনুষ্ঠানে বিজেপি-র কলকাতা পুরসভার কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়। তবে মীনাদেবী, সুব্রতবাবু এবং অসীম বসু ছাড়া আর কোনও কাউন্সিলর যাননি। দলের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ তৃণমূলে যোগ দেননি বলে জানান বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। এ দিনের অনুষ্ঠানে অবশ্য বাপিবাবুর দেখা মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement