স্টিং ভিডিও-য় কী বললেন সব্যসাচী দত্ত, দেখুন...

‘অগর সিন্ডিকেট না রহেগা তো বিশ হাজার লোক ভুখা মরেগা। বিশ হাজার লোক ভুখা রহেগা তো সরকার গির জায়েগি। দু’হাজার গুন্ডাও যদি মরে, সরকারের সমস্যা হবে।’ টাইমস নাও-এর ক্যামেরায় এমন ভাবেই হাটে হাঁড়ি ভেঙেছেন রাজারহাট-নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার। তিনি আরও বলেন, ‘আমার শুধু ডিজেলের খরচ। মনোনয়নের খরচ। আর ভোটের দিন কিছু খরচ। সব মিলিয়ে ৭ থেকে ১০ লক্ষ। না হলে একটা ভোটে লড়তে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা খরচ হয়।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ১১:৪২
Share:

‘অগর সিন্ডিকেট না রহেগা তো বিশ হাজার লোক ভুখা মরেগা। বিশ হাজার লোক ভুখা রহেগা তো সরকার গির জায়েগি। দু’হাজার গুন্ডাও যদি মরে, সরকারের সমস্যা হবে।’ টাইমস নাও-এর ক্যামেরায় এমন ভাবেই হাটে হাঁড়ি ভেঙেছেন রাজারহাট-নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার। তিনি আরও বলেন, ‘আমার শুধু ডিজেলের খরচ। মনোনয়নের খরচ। আর ভোটের দিন কিছু খরচ। সব মিলিয়ে ৭ থেকে ১০ লক্ষ। না হলে একটা ভোটে লড়তে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা খরচ হয়।’

Advertisement

কেমন চলে সব্যসাচীদের এই সিন্ডিকেট?

দেখুন সেই ভিডিও, সৌজন্যে এবিপি আনন্দ এবং টাইমস নাও

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement