সারদা মামলায় প্রথমে ধরা পড়েন তিনিই। সারদার সেই ফিনান্স ম্যানেজার মনোজ নেগেল প্রায় সাড়ে তিন বছর পরে, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলেন। ২০১৩ সালে সারদার ঝাঁপ বন্ধ হওয়ার পরেই সল্টলেক মিডল্যান্ড পার্ক অফিস থেকে নেগেলকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ৩৯টি মামলা হয়েছিল। তদন্তভার নিয়ে নেগেলের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই-ও। পরে সিবিআইয়ের মামলায় জামিন পান নেগেল। অন্য মামলাগুলির মধ্যে ৩৮টিতে জামিন হয়ে যায় তাঁর। শুধু শ্রীরামপুর থানার একটি মামলায় দীর্ঘদিন ধরে নেগেলের জামিনের আবেদন খারিজ হয়ে যাচ্ছিল। মাসখানেক আগে হাইকোর্টে জামিনের আবেদন করেন নেগেলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। তখনই ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়। কিন্তু টাকা দিতে না-পারায় মুক্তি মিলছিল না। এ দিন জামিনে মুক্তি পান নেগেল।