বিমানকে নিশানা শতাব্দীর

তৃণমূল সাংসদ শতাব্দী রায় আজ সিপিএমের পলিটব্যুরোর সদস্য বিমান বসুর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ‘‘আমার প্রথম লোকসভা নির্বাচনী প্রচারের সময় বিমানবাবু বীরভূমে গিয়ে বলেছিলেন, শতাব্দী রাজনীতিতে আর কী করবে? ও তো সিনেমায় নাচগান করে। এমন মন্তব্য একটি পেশাকে অপমান করাই শুধু নয়, নারীত্বেরও অপমান।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ০৩:৪৮
Share:

বিজেপিতে যোগ দিয়েই গতকাল সাংসদ জয়া বচ্চনকে পরোক্ষে কু-কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন উত্তরপ্রদেশের নরেশ অগ্রবাল। সেই ‘নাচা-গানা’ মহিলা মন্তব্যের জন্য তিনি আজ দুঃখপ্রকাশ করলেও বিতর্ক অন্য মাত্রা পেল। তৃণমূল সাংসদ শতাব্দী রায় আজ সিপিএমের পলিটব্যুরোর সদস্য বিমান বসুর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ‘‘আমার প্রথম লোকসভা নির্বাচনী প্রচারের সময় বিমানবাবু বীরভূমে গিয়ে বলেছিলেন, শতাব্দী রাজনীতিতে আর কী করবে? ও তো সিনেমায় নাচগান করে। এমন মন্তব্য একটি পেশাকে অপমান করাই শুধু নয়, নারীত্বেরও অপমান।’’

Advertisement

তবে বিমানবাবুর কথায়, ‘‘আমি অপমানজনক মন্তব্য করিনি। বীরভূমে বলেছিলাম, পর্দার মানুষ পর্দাতেই ভাল। উনি সংসদে গিয়ে কী করবেন? কিন্তু গতকাল নরেশ অগ্রবাল যা বলেছেন, তা অত্যন্ত অপমানজনক।’’ প্রবীণ সিপিএম নেতার কথায়, ‘‘শতাব্দীকে অনেকদিন ধরে চিনি। ওঁর কবিতার বইয়েরও উদ্বোধন করেছিলাম বইমেলায়।’’

এ দিকে, নরেশ আজ বলেছেন, ‘‘কেউ যদি আমার মন্তব্যে আঘাত পেয়ে থাকেন, তা হলে আমি দুঃখিত।’’ সাংবাদিকদের প্রশ্ন, তা হলে কি তিনি ক্ষমা চাইছেন? নরেশের পাল্টা প্রশ্ন, ‘‘আপনারা কি খেদ বা অনুতাপের মানে বোঝেন?’ সুষমা স্বরাজ থেকে শুরু করে স্মৃতি ইরানি— বিজেপির শীর্ষ স্থানীয় নেত্রীরা ‘নরেশের মন্তব্য দল সমর্থন করে না’ বলে বিবৃতি দিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন