বিধিভঙ্গে অভিযুক্ত সাবিত্রী মিত্র

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিত্রী মিত্রের বিরুদ্ধে। ভোট ঘোষণার পর সরকারি অনুদান পাওয়া ক্লাবগুলিকে নিয়ে সম্মেলন ডেকে বির্তকে জড়িয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০৪:১৫
Share:

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিত্রী মিত্রের বিরুদ্ধে। ভোট ঘোষণার পর সরকারি অনুদান পাওয়া ক্লাবগুলিকে নিয়ে সম্মেলন ডেকে বির্তকে জড়িয়েছেন তিনি। আরও অভিযোগ, নির্বাচন ঘোষণা হওয়ার পরেও ওই সম্মেলনের জন্য নির্মিত তোরণে মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্রকে মন্ত্রী বলে উল্লেখ করা হয়।

Advertisement

রবিবার সাবিত্রীদেবীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বির্তকিত তোরণটি খোলার নির্দেশ দেন সাবিত্রীদেবী। এ দিন দুপুরে এনায়েৎপুর মাঠে সেই সম্মেলনও বাতিল করে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘মানিকচকে বিভিন্ন সরকারি প্রকল্প তুলে ধরে প্রচার করা হচ্ছে। এমনকি সরকারি অনুদান প্রাপক ক্লাব গুলিকে নিয়ে ভোটের সময় সম্মেলনও করা হচ্ছে। তাই আমরা নির্বাচন কমিশনের
কাছে অভিযোগ করেছি।’’
যদিও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী মন্ত্রী সাবিত্রী মিত্র। তিনি বলেন, ‘‘ক্লাবগুলি তাদের পরিকাঠামো নিয়ে আলোচনা সভা ডেকেছিল। সেই সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ঠিক নয়।’’ তাঁর বক্তব্য, ভোট ঘোষণার আগেই ওই তোরণগুলি করা হয়েছিল। ভোট ঘোষণা হতেই তা খুলতে বলা হয়েছিল। কেন খোলা হয়নি তা তিনি খতিয়ে দেখছেন।’’ এই বিষয়ে মালদহের জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement