শিক়়ড় ছড়াতে পাড়ায় পাড়ায় বিজেপির মোদী-সন্ধান

রণে-বনে-জলে-জঙ্গলে-ভোটের ময়দানে— নরেন্দ্র মোদীকে সন্ধান করছেন বঙ্গের বিজেপি নেতৃত্ব! তাঁদের নির্দেশ পেয়ে পাড়ায় পাড়ায় মোদী খুঁজতে নেমেছেন জেলা, মণ্ডল এবং বুথ স্তরের দলীয় কর্মীরা!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০৩:৪৪
Share:

রণে-বনে-জলে-জঙ্গলে-ভোটের ময়দানে— নরেন্দ্র মোদীকে সন্ধান করছেন বঙ্গের বিজেপি নেতৃত্ব! তাঁদের নির্দেশ পেয়ে পাড়ায় পাড়ায় মোদী খুঁজতে নেমেছেন জেলা, মণ্ডল এবং বুথ স্তরের দলীয় কর্মীরা!

Advertisement

শিলিগুড়িতে ১৭ ও ১৮ জুন দলের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকের পরে জেলা, মণ্ডল এবং বুথ স্তরে বৈঠক করছে বিজেপি। সেখানে বিজেপি-র প্রদেশ নেতৃত্বের বার্তা— পাড়ায় পাড়ায় মোদী চাই। না হলে এ রাজ্যে দলের ভবিষ্যৎ নেই। বিজেপি সূত্রের খবর, এ বার বিধানসভা ভোটে এ রাজ্যে যে বিপুল পরিমাণ অর্থ দল ব্যয় করেছে, তা আগে কখনও হয়নি। যে সব রাজ্যে বিজেপি-র জমি শক্ত, সেখান থেকে অনেক বিধায়ক এবং সাংসদ এসে ভোটে কাজ করেছেন। সর্বক্ষণের কর্মীও ছিলেন শ’তিনেক। তা সত্ত্বেও দল তিনটির বেশি আসন জিততে পারেনি। রাজ্য বিজেপি-র এক শীর্ষ নেতার ব্যাখ্যা, যাঁরা প্রার্থী হয়েছিলেন, তাঁদের অনেককে মানুষ চেনেনই না। ওই নেতারই বক্তব্য, ‘‘এই কারণেই আমরা জেলা এবং আরও নিচু তলায় বৈঠক করে বলছি, পাড়ায় পাড়ায় মোদীজি চাই। অর্থাৎ নেতা হিসাবে যিনি সর্বজনগ্রাহ্য এবং দলের শৃঙ্খলাপরায়ণ সৈনিক হবেন। যাঁর জীবনে দলই অগ্রাধিকার।’’

বিজেপি নেতৃত্বের ব্যাখ্যা, এমন নেতা তাঁদের দরকার, যাঁকে এলাকার মানুষ সুখে-দুঃখে ভরসা করেন এবং সাহায্য পান। দলের কর্মীদের মধ্যে এই জনসংযোগেরই অভাব। যদিও বিজেপি-রই অন্য শিবিরের বক্তব্য, ভোটের লড়াইয়ের অভিজ্ঞ কর্মীদের সরিয়ে আরএসএসের পছন্দের এমন সব মুখ নিয়ে আসা হচ্ছে, যাতে সমস্যা বাড়ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন