Traffic Updates in Kolkata and Howrah

সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, যান চলাচল বন্ধ কোনা এক্সপ্রেসওয়েতেও! কোন পথে যাতায়াত?

গত রবিবারের মতো চলতি সপ্তাহেও রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ের যান চলাচল। শনিবার হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে সব মিলিয়ে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৮:৩৮
Share:

দ্বিতীয় বিদ্যাসাগর সেতু। — ফাইল চিত্র।

গত রবিবারের মতো চলতি সপ্তাহেও রবিবার যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে। শনিবার হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে সব মিলিয়ে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল।

Advertisement

শনিবার হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, গত রবিবারের মতো চলতি সপ্তাহেও হুগলি রিভার্স ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতুর কেবল মেরামতির কাজ করবে। পাশাপাশি, সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজ চলবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। কোনা এক্সপ্রেসওয়েতে ‘এলিভেটেড করিডর’-এর জন্য ওই বিম বসানো হবে। এ সব কাজের জন্য ছুটির দিনকে বেছে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার দিনভর হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে। যাত্রীসুবিধার কথা মাথায় রেখে কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, রবিবার হাওড়া ব্রিজ সারাদিন খোলা থাকবে। যানজট সামাল দিতে গাড়িগুলিকে বিভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হবে।

কোন পথে যান চলাচল?

Advertisement

হাওড়া সিটি পুলিশের ডিসি ট্র্যাফিক সুজাতা বীণাপাণি জানিয়েছেন, কোলাঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আবার কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে পাঠানো হবে। মালবাহী গাড়ি বাদে বাস এবং অন্যান্য গাড়ি কাজীপাড়া-আন্দুল রোড হয়ে সরাসরি আলমপুর মোড় দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যাবে।

· ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা যে গাড়িগুলি কোনা এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতা যেতে চায়, তাদের ধুলাগড়-নিবড়া-সলপ-পাকুড়িয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতু কিংবা পুরনো বালি ব্রিজ (বিবেকানন্দ সেতু) ব্যবহার করতে হবে।

· ডানকুনির দিক থেকে আসা যে সব যানবাহন কোনা এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে কলকাতার দিকে যেতে চায়, সেগুলিকে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।

· কলকাতা থেকে হাওড়াগামী যানবাহনগুলিকে হাওড়া সেতু অথবা নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।

· পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য গাড়িগুলিকে কোলাঘাটের দিকে যাওয়ার জন্য কাজীপাড়া-জিটি রোড- আন্দুল রোড-আলমপুর-১৬ নম্বর জাতীয় সড়ক-ধুলাগড়ের রাস্তা ব্যবহার করতে হবে।

· পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী গাড়িগুলিকে শৈলেন মান্না সরণি ধরে শানপুর মোড়, হাওড়া আমতা রোড, সলপ হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে হবে।

সুজাতা আরও জানিয়েছেন, কিছু কিছু গাড়ি হ্যাংস্যাং ক্রসিং, বেলেপোল, শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া-আমতা রোড ধরে ডোমজুড় হয়ে ডানকুনির দিকে যেতে পারবে। কিছু গাড়িকে আবার জিটি রোড, বালি, মাইতি পাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে রবিবার রাত সাড়ে ৯টার পর রাস্তা খুলে দেওয়া হবে। তখন আগের মতো যানচলাচলে কোনও বাধা থাকবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement