Deucha Pachami

Deucha: দমন নয়, ডেউচা নিয়ে কথার দাবি বিশিষ্টদের

বিবৃতি দিয়ে সোমবার তাঁরা বলেছেন, ডেউচা প্রকল্পের জন্য প্রায় ৫ হাজার মানুষ ভিটেছাড়া ও জীবিকাহীন হয়ে পড়তে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ১৬:৪৮
Share:

ফাইল চিত্র।

দমন-পীড়নের কৌশল ছেড়ে ডেউচা-পাঁচামি খনি প্রকল্প নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট নাগরিকদের সঙ্গে রাজ্য সরকারের যথাযথ আলোচনা চালানোর আর্জি জানালেন শিক্ষাবিদ ও বিশিষ্টদের একাংশ। বিবৃতি দিয়ে সোমবার তাঁরা বলেছেন, ডেউচা প্রকল্পের জন্য প্রায় ৫ হাজার মানুষ ভিটেছাড়া ও জীবিকাহীন হয়ে পড়তে পারেন। মুখ্যমন্ত্রী নিজেই যখন দু’বার ক্ষতিপূরণের প্যাকেজ সংশোধন করেছেন, তাতেই স্পষ্ট যে, বিষয়টি নিয়ে এলাকায় দুশ্চিন্তা আছে।

Advertisement

অথচ শান্তিপূর্ণ পথে দেওয়ানগঞ্জে সভা করার পরে প্রসেনজিৎ বসু, টি খান, এস সেনগুপ্ত-সহ ৯ জনকে খুনের চেষ্টার মতো ‘মারাত্মক অভিযোগে’ গ্রেফতার করা হয়েছে। জামিন না হওয়ায় ২০ ফেব্রুয়ারির পর থেকে তাঁরা এখনও জেলে। এই পথ থেকে সরে এসে আলোচনার রাস্তায় মীমাংসা চেয়ে ওই বিবৃতিতে সই করেছেন অরুণা রায়, যোগেন্দ্র যাদব, কুমার রাণা, জ়োয়া হাসান, প্রভাত পট্টনায়ক, জয়তী ঘোষ, অর্ধেন্দু সেন, অমিত ভাদুড়ী, মেরুনা মুর্মু প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন