নিগ্রহে অভিযুক্ত জওয়ান

বৃহস্পতিবার সাড়ে সাতটা নাগাদ নিউ মাল জংশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ঘটনা। ঘটনার সময় কামরায় আলো ছিল না বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ০১:৩৯
Share:

প্রতীকী ছবি।

শিক্ষামূলক ভ্রমণ সেরে কলকাতা ফেরার পথে উত্তর ২৪ পরগনার একটি কলেজের তিন ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল সেনা জওয়ানদের বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার সাড়ে সাতটা নাগাদ নিউ মাল জংশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ঘটনা। ঘটনার সময় কামরায় আলো ছিল না বলে অভিযোগ। ঘটনার পরে শিলিগুড়ি জংশনে ট্রেন পৌঁছলে চিৎকার চেঁচামেচি শুরু করেন ছাত্রী ও তাঁদের সঙ্গীরা।

তা শুনেই জিআরপি কামরায় ছুটে যায়। তাঁদের সঙ্গে জওয়ানদের হাতাহাতি হয় বলেও অভিযোগ। জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রীদের সঙ্গে থাকা কলেজের অধ্যক্ষা। পরে ট্রেনটি এনজেপি এলে দুই জওয়ানকে আটক করে জিআরপি। অধ্যক্ষা বলেন, ‘‘ঘটনার পরে নিজের দেশেই নিজেদের নিরাপত্তাহীন বলে মনে হচ্ছিল। সেনা জওয়ানদের এই আচরণ খুবই দুঃখজনক।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement