কেন্দ্রীয় বাহিনী চাইছে পাওয়ার গ্রিড

ভাঙড়-কাণ্ডের জেরে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা হারাল কেন্দ্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন।

Advertisement

শুভাশিস ঘটক

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০৪:০১
Share:

ভাঙড়-কাণ্ডের জেরে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা হারাল কেন্দ্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন। সেখানকার প্রকল্পের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনীকে চেয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে আর্জি জানাল তারা।

Advertisement

কর্পোরেশনের রাজারহাট অফিসের ম্যানেজার এম কুমার সম্প্রতি জেলা প্রশাসন ও পুলিশকর্তাদের চিঠি দিয়ে ভাঙড়ের টোনা মৌজায় প্রায় ১৩ একর জমিতে থাকা তাদের ২০০ কোটি টাকার সাব-স্টেশনের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছে। জেলাশাসক পি বি সেলিম জানিয়েছেন, পুলিশ-প্রশাসনের সঙ্গে আলোচনা করে পাওয়ার গ্রিডের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, ‘‘পাওয়ার গ্রিড সংস্থা নিজেরাই নিরাপত্তার ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন। ওখানে স্থায়ী পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেই। তবে প্রকল্পের উপরে নজরদারি আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে
জানানো হয়েছে।’’

১৭ জানুয়ারি ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী একদল গ্রামবাসী প্রকল্পে হামলা চালায়। আন্দোলনকারীদের তাণ্ডবের কাছে পুলিশ কার্যত আত্মসমর্পণ করে বলে মনে করছেন গ্রিড কর্তৃপক্ষ। সেই কারণেই তাঁরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না বলে ধারণা জেলা প্রশাসনের একাংশের।

Advertisement

বস্তুত, সেই ঘটনার পর মাস খানেক পেরিয়ে গিয়েছে। এখনও পাওয়ার গ্রিড সংলগ্ন এলাকা পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আসেনি। অরক্ষিত অবস্থায় যখন-তখন আন্দোলনকারীরা চড়াও হয়ে ফের লুঠপাট চালাতে পারে বলে আশঙ্কা করছেন গ্রিড কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement