শিং বাগিয়ে সেলফি তুলুন, হাতে নগদ

এ বার কিন্তু গো-মাতার সঙ্গে জুতসই সেলফি তুলে নির্দিষ্ট অ্যাপ মারফত পাঠাতে পারলে পুরস্কারের বন্দোবস্ত আছে! গরুর নানা বিভঙ্গের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেলফি তোলার শিল্পটি ঠিকমতো আয়ত্ত করা চাই। তার পরেই নেমে পড়া যাবে প্রতিযোগিতায়।

Advertisement

রোশনী মুখোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০৩:২৬
Share:

ছবি: সংগৃহীত।

আগে ছিল কন্যার সঙ্গে সেলফি। এ বার মাতার সঙ্গে সেলফি। তবে সেই কন্যা ছিল আত্মজা। কিন্তু এই মাতা সেই মাতা নন! ইনি গো-মাতা!

Advertisement

কন্যাসন্তানের মাহাত্ম্য বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়ের সঙ্গে সেলফি তোলার ডাক দিয়েছিলেন। সেলফি তুলে সে বার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছিল নেহাতই ভালবেসে। এ বার কিন্তু গো-মাতার সঙ্গে জুতসই সেলফি তুলে নির্দিষ্ট অ্যাপ মারফত পাঠাতে পারলে পুরস্কারের বন্দোবস্ত আছে! গরুর নানা বিভঙ্গের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেলফি তোলার শিল্পটি ঠিকমতো আয়ত্ত করা চাই। তার পরেই নেমে পড়া যাবে প্রতিযোগিতায়।

গরুর সঙ্গে নিজেকে এক ফ্রেমে বন্দি করার এমন অভিনব সুযোগ এনে দিচ্ছে ‘গো সেবা পরিবার’ নামে একটি সংগঠন। যারা সঙ্ঘেরই লেজু়ড় কিন্তু ঠিক সঙ্ঘ নয়। সংগঠনটি জানাচ্ছে, গরুর পাশে ছবি তুলতে যাওয়ার আগে নিজের স্মার্ট ফোনে ‘গো সেবা পরিবার’ অ্যাপ ইনস্টল করে নিতে হবে। গো-মাতার সঙ্গে পছন্দসই সেলফিটি সেই অ্যাপে পাঠিয়ে দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। ই এম বাইপাসের ধারে স্বভূমিতে আগামী ২১ জানুয়ারি জয়ীদের নাম ঘোষণা এবং নগদ পুরস্কার দেওয়া হবে!

Advertisement

আরও পড়ুন: ভোটের গুজরাতে বড় হামলার ছকে আইএসআই?

উদ্যোক্তা সংগঠনের তরফে অভিষেক প্রতাপ সিংহ জানাচ্ছেন, গরুর উপকারিতা প্রচার করার জন্যই তাঁদের এই অভিনব উদ্যোগ। অভিষেকের কথায়, ‘‘আজকাল গরু বললেই মানুষ মনে করছেন, এটা আরএসএস বা বিজেপি-র কোনও বিষয়! কিন্তু আমরা ধর্মীয় ও রাজনৈতিক রং মুছিয়ে বলতে চাইছি, নিজের ভালোর জন্য গরু বাঁচান।’’ অভিষেকের ব্যাখ্যা, রাসায়নিক সারযুক্ত সব্জি এবং ফল খাওয়ার ফলে রোগজ্বালা বাড়ছে। গোবর এবং গোমূত্র থেকে তৈরি জৈব সার চাষে ব্যবহার করলে স্বাস্থ্য বাঁচানো যাবে। গোমূত্র থেকে প্রচুর ওষুধ এবং প্রসাধনী দ্রব্যও তৈরি হয়। গরুর টাটকা দুধ এবং দুগ্ধজাত নানা খাবার তো আছেই। এই বিপুল উপকারিতার তত্ত্ব ছড়িয়ে দিতেই অ্যাপ মারফত গো-মাতার সঙ্গে সেলফি প্রতিযোগিতার আয়োজন বলে অভিষেকের দাবি। এর আগে তাঁরাই সংগঠনই হোয়াটসঅ্যাপে গো-মাতা সেলফির ব্যবস্থা করেছিলেন।

উপকারিতা না হয় বিপুল। কিন্তু গো-মাতার শিং যদি সেলফিতে ব্যথা দেয়? ক্ষতিপূরণ মিলবে? উত্তর এখনও অজানা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন