West Bengal News

রেলপথে এখনও বিচ্ছিন্ন উত্তরবঙ্গ-অসম, রাজ্যে আজও বাতিল বেশ কিছু ট্রেন

তবে এখনও পর্যন্ত লোকাল ট্রেন বাতিলের কোনও খবর নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১১:০৯
Share:

ট্রেন বাতিলের জেরে ভোগান্তি। ছবি: এএফপি

রবিবার থেকেই কার্যত উত্তরবঙ্গ-অসমের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ। মঙ্গলবারও সেই যোগাযোগ চালু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তবে আপাতত মালদহ পর্যন্ত কয়েকটি ট্রেন চালিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ। তার সঙ্গে একাধিক ট্রেন বাতিল হয়েছে। বাতিল হয়েছে এ রাজ্য থেকে দক্ষিণ ভারতেরও একাধিক দূরপাল্লার আপ ও ডাউন ট্রেন। দক্ষিণ ভারতের ট্রেন বাতিল হওয়ায় অসুবিধায় পড়েছেন চিকিত্সা করাতে যাওয়া বহু মানুষ। তবে কৃষ্ণনগর-লালগোলা, নিউ ফরাক্কা আজিমগঞ্জ শাখায় এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

কোথাও স্টেশনে ভাঙচুর, আগুন, কোথাও লাইন উপড়ে ফেলা কিংবা ট্রেনে আগুন। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির জেরে মঙ্গলবারও ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব। বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে মঙ্গলবারও। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল।

যে সব ট্রেন বাতিল হয়েছে, সেগুলির অধিকাংশই উত্তরবঙ্গ ও অসমের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী। ফলে এখনও বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। অন্য দিকে লালগোলা শাখায় এখনও ট্রেন বন্ধ। ফলে কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত লাইনেও সব ট্রেন বন্ধ।

Advertisement

বাতিল ট্রেনের তালিকা

• আপ ও ডাউন শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস

• আপ ও ডাউন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস

• ডাউন রাধিকাপুর-শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেস

• আপ ও ডাউন হাওড়া-কাটিহার এক্সপ্রেস

• আপ ও ডাউন হাওড়া-ডিব্রুগড় কামরুপ এক্সপ্রেস

• আপ ও ডাউন নবদ্বীপ ধাম-মালদা টাউন এক্সপ্রেস

• আপ ও ডাউন হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস

• আপ ও ডাউন হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস

• আপ কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস

• আপ শিয়ালদহ সহর্ষ এক্সপ্রেস

• ডাউন সহর্ষ শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেস

• আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস

• আপ ও ডাউন শিয়ালদহ-লালগোলা ভাগীরথী এক্সপ্রেস

• আপ কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস

• আপ ও ডাউন হাওড়া-কাটিহার সাপ্তাহিক এক্সপ্রেস

• ডাউন গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস

• ডাউন বামনহাট শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস

• ডাউন আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস

• ডাউন নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল

• ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস

• ডাউন বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস

• ডাউন শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

গ্রাফিক: তিয়াসা দাস

তবে আজও বারুইপুর এবং ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বিক্ষোভের জেরে। ডায়মন্ড হারবার শাখার দেউলিয়া ও বাসুলডাঙা স্টেশনে ভোর তিনটে একুশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এর পর বাসুলডাঙা স্টেশনে ফের ন’টা ২৫ মিনিট থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধের জেরে ট্রেন চালানো যায়নি বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত। এছাড়া ঢাকুরিয়া স্টেশনেও এ দিন সকাল ১০টা থেকে ১০.৩৩ মিনিট পর্যন্ত অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল।

এ ছাড়া রেল জানিয়েছে, শিয়ালদহ ডিভিশনের কৃষ্ণনগর-লালগোলা শাখা, মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা-আজিমগঞ্জ শাখা, এবং হাওড়া ডিভিশনের আমেদপুর-কাটোয়া শাখায় এখনও ট্রেন চলাচল শুরু হয়েনি। তবে নলহাটি-আজিমগঞ্জ শাখায় চালু হয়েছে ট্রেন চলাচল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন