রাস্তার কর্মসূচিতে মুখের খোঁজে এসএফআই

রাজ্য সম্পাদক ও সভানেত্রী, দু’জনেরই এসএফআইয়ে মেয়াদ শেষের মুখে। আন্দোলন কর্মসূচির মধ্যেই এ বার নতুন মুখের সন্ধানে জোর দিচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৫
Share:

রাজ্য সম্পাদক ও সভানেত্রী, দু’জনেরই এসএফআইয়ে মেয়াদ শেষের মুখে। আন্দোলন কর্মসূচির মধ্যেই এ বার নতুন মুখের সন্ধানে জোর দিচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন।

Advertisement

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আসন্ন। পুরুলিয়া জেলায় মনোনয়ন জমা দিয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষায় সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের দাবিতে আপাতত রাজ্য জুড়ে পথে নেমেছে এসএফআই। জেলাশাসকের কাছে দাবিপত্র নিয়ে অবস্থান হচ্ছে। যেমন, উত্তর ২৪ পরগনার বারাসতে দিনভর ধর্না হয়েছে তাদের। আবার আন্দুল কলেজের নিহত ছাত্র স্বপন কোলের মৃত্যুবার্ষিকীতে হুগলিতে তাদের মিছিলের উপরে শাসক দলের হামলা হয়েছে বলে অভিযোগ। তার প্রতিবাদে কলকাতায় অবরোধ-অবস্থান করেছেন সংগঠনের কর্মীরা। এই পর্বের শেষে আগামী ১১ জানুয়ারি রাজ্যপালের দ্বারস্থ হবেন দেবজ্যোতি দাস, মধুজা সেন রায়েরা। জেলায় জেলায় পথে নামার কর্মসূচিতে কে কতটা সক্রিয় থাকতে পারছেন, তা দেখেই সংগঠনের দায়িত্বে নতুন মুখ আনতে চাইছেন সিপিএম নেতৃত্ব। দলের এক নেতার কথায়, ‘‘শাসক দলের গা-জোয়ারির মোকাবিলা করে ছাত্র সংসদ নির্বাচনে কতটা প্রতিদ্বন্দ্বিতা করা যাবে, বলা মুশকিল। কিন্তু রাস্তার কর্মসূচি থেকেই সংগঠনের মুখ তুলে আনার কাজ এই সুযোগে করে নেওয়া যেতে পারে।’’ তৃণমূল স্তরে তাজা রক্ত না পেলে দলের বেঁচে থাকাই যে দুরূহ, বুঝতে শুরু করেছেন সিপিএম নেতৃত্ব!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন