ভোট ফোড়ন

ভোটের নানা টুকুটাকি খবর এক ঝলকে দেখে নিতে আনন্দবাজারের এই বিশেষ প্রতিবেদন।ভুল নিশানায়: রবিবারের প্রচারে বেরিয়ে দাঁড়িয়া গ্রামে ঢুকতেই ধাক্কা খেলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের জোটপ্রার্থী কংগ্রেসের অর্ণব রায়। তাঁকে দেখেই রেগে কাঁই এক বৃদ্ধা! বললেন, ‘‘তুমি কেন ভোট চাইতে এসেছ? তুমিই তো আগের বার বলেছিলে, আমাদের দেখবে। কিন্তু আমি এখনও বার্ধক্য-ভাতা পেলাম না। রাস্তা সংস্কার হয়নি।’’

Advertisement
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০৪:৪১
Share:

ভুল নিশানায়
রবিবারের প্রচারে বেরিয়ে দাঁড়িয়া গ্রামে ঢুকতেই ধাক্কা খেলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের জোটপ্রার্থী কংগ্রেসের অর্ণব রায়। তাঁকে দেখেই রেগে কাঁই এক বৃদ্ধা! বললেন, ‘‘তুমি কেন ভোট চাইতে এসেছ? তুমিই তো আগের বার বলেছিলে, আমাদের দেখবে। কিন্তু আমি এখনও বার্ধক্য-ভাতা পেলাম না। রাস্তা সংস্কার হয়নি।’’ অর্ণববাবু বোঝানোর চেষ্টা করলেন, তিনি এ বারই এখানে প্রথম প্রার্থী হয়েছেন। কিন্তু বৃদ্ধা থামলে তো! অর্ণববাবু এবং তাঁর সঙ্গীরা এ জন্য বিদায়ী তৃণমূল বিধায়ক তথা এ বারের প্রার্থী শ্যামল মণ্ডলকেই বিঁধেছেন। শ্যামলবাবুর দাবি, বিধবা-ভাতা প্রদান তাঁর এক্তিয়ারে পড়ে না। তবে, গ্রামোন্নয়নে তিনি কাজ করেছেন।

ফের অভিযোগ
মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের জন্য অধীর চৌধুরীর সভার অনুমোদন বাতিলের অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। মঙ্গলবার অধীরবাবুর এই দু’টি সভা হওয়ার কথা ছিল মালদহের মানিকচক এবং মোথাবাড়িতে। এর এক দিন আগে সাবিত্রী মিত্রের হয়ে মানিকচকে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের অভিযোগ, তার জন্য অধীরকে পরের দিনও অনুমতি দেওয়া হয়নি। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তাঁরা। মমতার অবশ্য সভা করার কথা ছিল হবিবপুরে। দলের অন্দরের খবর, সেই কেন্দ্রে তৃণমূলের জয়ের আশা কম। তাই সেখানে সময় নষ্ট না করে সর্বশক্তি দিয়ে সাবিত্রীদেবীর পাশে দাঁড়াতে চান দলনেত্রী।

Advertisement

সুখবিলাসের গান

জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের জোটের প্রার্থী সুখবিলাস বর্মা শনিবার রাতে গান লিখেছেন—‘সিন্ডিকেট কাটমানির জেরে নতুন ফ্লাইওভার গড়ে। কত মানুষ মরলো আর আহত হল কেই বা তা জানে’। রয়েছে ঘুষকাণ্ড নিয়েও হুল। গতবারও ভাওয়াইয়া শিল্পী সুখবিলাসবাবুর প্রচারে গান ছিল। এ বার তাঁর গানে নারদ জগতের প্রথম সাংবাদিক রূপে আবির্ভূত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন