বলতে বাধা শাসকের, বৈঠক ত্যাগ অশোকের

পুরসভার চেয়ারম্যান ও মেয়রদের নিয়ে নগরোন্নয়ন দফতরের বৈঠক থেকে ক্ষোভে বেরিয়ে গেলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ০৪:৪৩
Share:

অশোক ভট্টাচার্য। —ফাইল চিত্র।

পুরসভার চেয়ারম্যান ও মেয়রদের নিয়ে নগরোন্নয়ন দফতরের বৈঠক থেকে ক্ষোভে বেরিয়ে গেলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। বিভিন্ন প্রকল্পের কাজে কোথায় কী অসুবিধা হচ্ছে, তা নিয়ে আলোচনার জন্য সোমবার নগরোন্নয়ন ভবনে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে বিরোধী দলের হাতে থাকা পুরবোর্ডের একমাত্র প্রতিনিধি ছিলেন অশোকবাবুই। আধিকারিকেরা তাঁকে বলতে দিলে তিনি অভিযোগ করেন, শিলিগুড়ি কোনও প্রকল্প জমা দিলে রাজ্য অনুমোদন দেয় না, বরাদ্দ আসে না। হয়ে যাওয়া কাজের বিলও বকেয়া থাকে।

Advertisement

‘রাজনৈতিক স্তরে বাধা’র জন্যই এমন ঘটছে বলে অভিযোগ করেন সিপিএম বিধায়ক তথা মেয়র। তাতেই প্রবল বাধা দেন তৃণমূলের হাতে থাকা বিভিন্ন পুরসভার চেয়ারম্যানেরা। তাঁরা বাম জমানার কথা তুললে অশোকবাবু পাল্টা বলেন, সেই সময় বিরোধীদের কোন পুরসভার টাকা আটকানো হয়েছিল, তার তথ্য দেওয়া হোক। আধিকারিকেরা বিতণ্ডা থামিয়ে অশোকবাবুকে বলতে দেওয়ার আর্জি জানান। কিন্তু তাতে কাজ হয়নি বলে অশোকবাবুর অভিযোগ। একমাত্র বিরোধী দলের প্রতিনিধির কথা শুনতেও কেন এত ‘ভয়’— এই প্রশ্ন তুলে মাঝপথেই বৈঠক ছাড়েন তিনি।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য তখন বৈঠকে ছিলেন না। পরেও তিনি মন্তব্য করেননি। যোগাযোগ করা হলে মন্ত্রীর তরফে জানানো হয়, তিনি অসুস্থ। তৃণমূল পরিচালিত এক পুরসভার চেয়ারম্যান অবশ্য বলেন, ‘‘অশোকবাবু বিধানসভার বিতর্কের মতো রাজনৈতিক সুরে কথা বলছিলেন। তাই অনেকে আপত্তি তুলেছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement