Tamanna Khatun

তামান্নার স্মরণে ‘বসে আঁকো’ বামের

তামান্নার জন্মদিন উপলক্ষে রবিবার সকালে সারা রাজ্যের মতো হাওড়ার বি গার্ডেনে এসএফআই, ডিওয়াইএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতীয় গণনাট্য সঙ্ঘের যৌথ উদ্যোগে বকুলতলার একটি অনুষ্ঠান বাড়িতে এই আঁকা প্রতিযোগিতা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০৭:৪৩
Share:

নিহত তামান্না খাতুনের জন্মদিনে বামেদের উদ্য়োগে ‘বসে আঁকো’। হাওড়ার বি গার্ডেন এলাকায়। —নিজস্ব চিত্র।

কালীগঞ্জের উপনির্বাচনে ফল ঘোষণার দিন শাসক দলের বিজয়োৎসবের সময়ে ছোড়া বোমার আঘাতে নিহত তামান্না খাতুনের স্মরণে ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করেছিল বামেরা। তামান্নার জন্মদিন উপলক্ষে রবিবার সকালে সারা রাজ্যের মতো হাওড়ার বি গার্ডেনে এসএফআই, ডিওয়াইএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতীয় গণনাট্য সঙ্ঘের যৌথ উদ্যোগে বকুলতলার একটি অনুষ্ঠান বাড়িতে এই আঁকা প্রতিযোগিতা হয়েছে।

স্কুলের ছাত্র-ছাত্রীদের তিনটি বিভাগে ভাগ করা হয়েছিল, ১২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। আগামী ৯ অগস্ট আর জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যু দিনে দানেশ শেখ লেনে সংগঠনগুলির তরফে যৌথ সভা করে এই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা শুরুর আগে এ দিন বকুলতলা বাস স্ট্যান্ড থেকে প্রতিযোগিতা স্থল পর্যন্ত মিছিল করে হয়ে তামান্নার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিএমের হাওড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুমিত্র অধিকারী, বি গার্ডেন এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মুখোপাধ্যায় প্রমুখ। আয়োজকদের তরফে জানানো হয়েছে, তামান্নার হত্যা এবং আর জি করের তরুণীর খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন