Smart Meter

রাজ্যে স্মার্ট মিটার বাতিল, ঘোষণা মন্ত্রীর

নানা স্তরে প্রতিবাদের মুখে দু’দিন আগেই স্মার্ট মিটার স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছিল রাজ্য সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ০৮:০৬
Share:

স্মার্ট মিটার। —ফাইল চিত্র।

গ্রাহকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার মুখে রাজ্যে ‘স্মার্ট মিটার’ বসানো স্থগিত রাখার কথা সাদা কাগজে বিবৃতি দিয়ে আগে জানিয়েছিল বিদ্যুৎ দফতর। এ বার বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, স্থগিত নয়, রাজ্যে গার্হস্থ্য সংযোগে স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা বাতিল করা হল।

নানা স্তরে প্রতিবাদের মুখে দু’দিন আগেই স্মার্ট মিটার স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছিল রাজ্য সরকার। এই পরিকল্পনা নিয়ে বিভিন্ন মহলে যে ক্ষোভ তৈরি হয়েছে, বুধবার বিধানসভায় সেই বিষয়ে বিদ্যুৎমন্ত্রীকে সরকারি অবস্থান জানাতে বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে বিদ্যুৎমন্ত্রী অরূপ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার জোর করে স্মার্ট মিটার বাধ্যতামূলক করতে চেয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে দেবেন না। আমাদের রাজ্যে স্মার্ট মিটার বসানো হবে না।’’ যে স্মার্ট মিটার লাগানো হয়েছে, সেগুলি ‘পোস্ট পেড’ হিসেবে আগের নিয়মেই কাজ করবে বলেও জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন