—প্রতিনিধিত্বমূলক চিত্র।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ৩১ মের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। শিক্ষা দফতর সূত্রে খবর, নিয়োগ পরীক্ষায় বেশ কিছু নিয়মের রদবদল হতে পারে। এ বার থেকে পরীক্ষার্থীদের দেওয়া হতে পারে ওএমআর শিট (উত্তরপত্র)-এর কার্বন প্রতিলিপি। শীর্ষ আদালতের নির্দেশে চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া।
শীর্ষ আদালতের নির্দেশে ২৫ হাজার ৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তাঁরা সকলেই ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সক্রিয় হয়েছে কমিশন। শিক্ষা দফতর সূত্রের খবর, পরীক্ষার নিয়মে রদবদল আসতে পারে। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই রদবদল বলে খবর। শিক্ষা দফতর সূত্রেই জানা গিয়েছে, ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। ওএমআর স্ক্যানড কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ এক বছর থাকে। কমিশন তা আরও ছ’মাস বৃদ্ধি করতে চলেছে বলে খবর। ২০০৯ সাল থেকে শিক্ষাকর্মীদের প্যানেলের মেয়াদ ছ’মাস বৃদ্ধি করা হলেও শিক্ষকদের প্যানেলের মেয়াদ ছিল এক বছর। সূত্রের খবর, নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ইতিমধ্যে যাবতীয় প্রস্তাব খসড়া আকারে শিক্ষা দফতরে জমা দিয়েছে এসএসসি। আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘শিক্ষক নিয়োগের বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে শুনতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হল, শিক্ষাগত যোগ্যতার জন্য যে নম্বর ধার্য করা হয়েছে, তা কমিয়ে ইন্টারভিউতে নম্বর দ্বিগুণ করে দেওয়া। এই দুটো বিষয়ই বিতর্কিত। এতে প্রকৃত মেধার মূল্যায়ন হবে কি না, সন্দেহ রয়েছে। বিশেষ করে ইন্টারভিউয়ের জন্য এত নম্বর বরাদ্দ করলে স্বজনপোষণের সম্ভাবনা থেকে যায়। পুরো ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং করা উচিত।’’