সৌম্যজিৎ নির্দোষ, ফাঁসানো হয়েছে, দাবি বাবার

গত বুধবার বারাসত মহিলা থানায় এক তরুণী পুলিশের কাছে ওই অলিম্পিয়নের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং প্রতারণার অভিযোগ আনেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০২:২০
Share:

সৌম্যজিৎ ঘোষ।

সেলিব্রিটি ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে বারাসতের তরুণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন টেবল টেনিস তারকা সৌম্যজিৎ ঘোষের পরিবার। বৃহস্পতিবার শিলিগুড়িতে সৌম্যজিতের পরিবার দাবি করে, টাকার জন্য তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে। কয়েক দফায় লক্ষাধিক টাকা হাতানোর পরে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই এখন চক্রান্ত করে ওঁকে ফাঁসানো হচ্ছে।

Advertisement

গত বুধবার বারাসত মহিলা থানায় এক তরুণী পুলিশের কাছে ওই অলিম্পিয়নের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং প্রতারণার অভিযোগ আনেন। নবপল্লির বাসিন্দা ওই তরুণীর দাবি, ফেসবুকে সৌম্যজিতের সঙ্গে তাঁর পরিচয় হয়। তার পর থেকে নিয়মিত বিয়ের কথা বলে সহবাস করা হয়েছে। দুই পরিবারের যোগাযোগ ছিল। সৌম্যজিতের পরিবার এ বিয়েতে রাজি ছিল না। শেষে সৌম্যজিৎও বেঁকে বসেন।

উত্তর ২৪ পরগনার জেলা পুলিশের তরফে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এ দিন তরুণী গোপন জবানবন্দিও দিয়েছেন। তবে সেখানকার পুলিশ এখনও শিলিগুড়ি পুলিশ বা সৌম্যজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। শিলিগুড়ির পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী বলেন, ‘‘অভিযুক্তের সঙ্গে নিশ্চয়ই অফিসারেরা কথা বলবেন। তবে আমাদের কেউ কিছু জানাননি।’’

Advertisement

অভিযোগ প্রসঙ্গে দু’বারের অলিম্পিয়ন সৌম্যজিতের বাবা হরিশঙ্কর ঘোষ বলেন, ‘‘একেবারেই মিথ্যা অভিযোগ। আগেও ওই তরুণী এবং তার বাবা আমার ছেলের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন। আমরাও চাই ঘটনার তদন্ত হোক।’’ তাঁর অভিযোগ, ‘‘বন্ধু হিসেবে যোগাযোগ ভাবতাম। বিয়ের কথাও হয়েছিল। পরে তো মেয়েটাই পিছিয়ে যায়। এখন নানা মিথ্যা কথা, গর্ভবতী হওয়ার কথা বলছে।’’ সৌম্যজিতের কাকা সঞ্জীব ঘোষ বলেন, ‘‘আইনজীবীদের সঙ্গে কথা বলছি। প্রয়োজনে মহিলার বিরুদ্ধেও আমরা অভিযোগ জানাব।’’

২০১২ সাল পর্যন্ত সৌম্যজিৎ নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের হয়ে খেলতেন। এই অবস্থায় দ্রুত মামলার নিষ্পত্তি করে দেশের হয়ে খেলায় সৌম্যজিৎ মনোনিবেশ করুক বলে মনে করছেন অ্যাসোসিয়েশনের কর্তারাও। সংস্থার সম্পাদক সুব্রত রায় জানান, ‘‘আমাদের এখানে যতদিন ও খেলছে, ভালই তো ছিল। কোনও অভিযোগ শুনিনি। পরে ইউরোপ চলে যায়। কলকাতায় থাকত। যোগাযোগ কমে যায়। তবে সৌম্য আরও অন্তত ১০ বছর সেরা খেলা খেলবে বলে মনে করি। দেশের হয়ে পদকও আনবে। তাই দ্রুত মামলা, অভিযোগ মিটিয়ে ও খেলায় মন দিক এটাই চাইছি।’’

সৌম্যজিতের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন গ্রেটার শিলিগুড়ি টেবিল টেনিস অ্যাসোসিয়েশনও। সংস্থার সম্পাদক অনুপ বসু বলেন, ‘‘সামনে কমনওয়েলথ গেমস। দেশের হয়ে সৌম্যজিতের খেলার কথা। আশা করব, ও দ্রুত সমস্যা মিটিয়ে খেলাতেই মন দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন