MLAs’ Tours

বিধানসভার খরচ কমাতে উদ্যোগী স্পিকার, বিধায়কদের সফরে কাটছাঁটের নির্দেশ দিলেন বিমান, বার্তা আধিকারিদেরও

বামফ্রন্ট জমানায় পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়করা বিভিন্ন কমিটির মাধ্যমে বাইরের রাজ্যে সফরে যেতেন। কিন্তু এখন বিধায়কদের সফর সীমাবদ্ধ থাকে পশ্চিমবঙ্গের মধ্যেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৬:০৪
Share:

বিধানসভার খরচ কমাতে চান স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়। ফাইল ছবি।

বিধানসভার খরচ কমাতে উদ্যোগী হলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এ বিষয়ে তিনি কড়া নির্দেশ দিয়েছেন বিধানসভার সচিবালয়কে। সেই নির্দেশের একটি পর্যায়ে বলা হয়েছে বিধায়কদের সফরের ক্ষেত্রে কাটছাঁটের কথা। বামফ্রন্ট জমানায় পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়কেরা বিভিন্ন কমিটির মাধ্যমে বাইরের রাজ্যে সফরে যেতেন। কিন্তু এখন বিধায়কদের সফর সীমাবদ্ধ থাকে পশ্চিমবঙ্গের মধ্যেই।

Advertisement

সম্প্রতি বিধানসভার দুই কমিটির সদস্যের চেয়ারম্যান কান্দির বিধায়ক অপূর্ব সরকার এবং রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় একসঙ্গে স্পিকারের কাছে যান। প্রায় একই সঙ্গে তাঁরা স্পিকারের কাছে আবেদন জানান, তাদের কমিটিকে আবারও উত্তরবঙ্গ সফরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। শোনামাত্রই স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা কয়েকদিন আগেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সফর সেরে এসেছেন। তাই এখনই তাদের আর সেখানে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, পুর ও নগরোন্নয়ন স্থায়ী সমিতির চেয়ারম্যান তাপস আর পেপার লেড অ্যাসেম্বলি কমিটির চেয়ারম্যান হলেন অপূর্ব। স্থায়ী এবং অ্যাসেম্বলি মিলিয়ে বিধানসভায় ৪০টির বেশি কমিটি রয়েছে বিধায়কদের। সময়ে সময়ে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিধানসভায় রিপোর্ট জমা দেয়। স্থায়ী কমিটিতে ২০ জন এবং অ্যাসেম্বলি কমিটিতে ১৫ জন করে বিধায়ক রয়েছেন। এই সমস্ত সফরে বিধায়কদের যাবতীয় খরচ বহন করে বিধানসভার সচিবালয়।

এই ধরনের সফরে সম্প্রতি খরচ বেড়ে যাওয়ার কারণেই সফরে এমন কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সচিবালয় সূত্রে খবর। বিধানসভার এক আধিকারিক জানিয়েছেন, স্পিকার যেমন বিধায়কদের সফরের অনুমতি দেন, তেমনই তাঁকে বিধানসভার আধিকারিকদের সফরে যাওয়ার অনুমতি দিতে হয়। এ ক্ষেত্রে খরচের সামঞ্জস্য বজায় রেখেই বিধানসভার সচিবালয়কে সফরসূচি সাজাতে নির্দেশ দিয়েছেন স্পিকার। বিধানসভার সচিবালয়ের এক আধিকারিক বলেন, “স্পিকার বিধানসভার সচিবালয়কে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনও কমিটির সদস্যেরা কোনও দূরবর্তী জেলা সফরে গেলে, পরবর্তী দু’মাস যেন তাঁদের আর কোনও বড় সফর রাখা না হয়।’’ এতে বিধানসভার খরচের পরিমাণ অনেকটাই কমে যেতে পারে বলে আশা করছেন বিধানসভার সচিবালয়ের আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement