সূর্যকে হেনস্থা, ঘটনার রিপোর্ট তলব স্পিকারের

হাওড়ায় বন্যাদুর্গত এলাকায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের গাড়ির উপরে চড়াও হয়ে বিক্ষোভের ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রিপোর্ট চাইবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিরোধী বিধায়কদের কেন বার বার হেনস্থার শিকার হতে হচ্ছে, তা নিয়ে শুক্রবার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে বামেরা। তার পরেই স্পিকার রিপোর্ট চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ২২:০৮
Share:

হাওড়ায় বন্যাদুর্গত এলাকায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের গাড়ির উপরে চড়াও হয়ে বিক্ষোভের ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রিপোর্ট চাইবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিরোধী বিধায়কদের কেন বার বার হেনস্থার শিকার হতে হচ্ছে, তা নিয়ে শুক্রবার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে বামেরা। তার পরেই স্পিকার রিপোর্ট চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

উদয়নারায়ণপুরে বৃহস্পতিবার বন্যাদুর্গত এলাকায় ত্রাণের ব্যবস্থা সরেজমিনে দেখতে গিয়েছিল বিরোধী দলনেতার নেতৃত্বে একটি বাম প্রতিনিধিদল। রাস্তায় সূর্যবাবুর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ হয়। পতাকা ছাড়াই সেখানে শাসক দলের স্থানীয় নেতা-কর্মীদের দেখা গিয়েছিল। প্রতিনিধিদলের মধ্যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রত্যুষ মুখোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর হয়, প্রাক্তন বিধায়ক জগন্নাথ ভট্টাচার্যের গাড়ি উল্টে দেওয়ার চেষ্টা হয়। এ সবের প্রেক্ষিতেই এ দিন জনাদশেক বাম বিধায়ক স্পিকারের সঙ্গে দেখা করেন। তাঁদের বক্তব্য, সাম্প্রতিক কালে সন্দেশখালির নিরাপদ সর্দার-সহ একাধিক বিরোধী বিধায়কের উপরে হামলা হয়েছে। হাওড়ার ঘটনায় প্রশ্ন উঠছে, তা হলে কি বিরোধী দলনেতারও স্বাধীন ভাবে কোথাও যাওয়ার অধিকার নেই? স্পিকারের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তাঁরা। পরে স্পিকার বলেন, ‘‘বিধায়কদের অভিযোগ পেয়েছি। গণতান্ত্রিক অধিকার সকলেরই আছে। হাওড়ায় সে দিন কী ঘটনা হয়েছিল, স্বরাষ্ট্রসচিবের কাছে জানতে চাইব।’’

বন্যাকবলিত এলাকায় গিয়ে বিরোধী দলনেতা-সহ বাম প্রতিনিধিদল যে ভাবে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, সিপিএমের পলিটব্যুরোও তার তীব্র নিন্দা করেছে। পলিটব্যুরোর তরফে বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনা প্রকৃতপক্ষে গণতন্ত্রের উপরে আক্রমণ, যা রাজ্যের মানুষ কখনওই মেনে নেবে না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন