Enforcement Directorate

স্পিকারের তলবে কেন্দ্রীয় সংস্থার হাজিরা নিয়ে ধন্দ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৭
Share:

ফাইল চিত্র।

বিধানসভায় ইডি-র আধিকারিকদের হাজিরা দিতে বলে ফের চিঠি পাঠালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের অনুমতি না নিয়েই নারদ-কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের নামে চার্জশিট দেওয়া হল কী ভাবে, এই প্রশ্ন তুলে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআইয়ের আধিকারিকদের তলব করেছিলেন বিমানবাবু। সিবিআই সেই তলবের প্রেক্ষিতে বিধানসভার সঙ্গে কোনও যোগাযোগ করেনি। কিন্তু ইডি-র তরফে সোমবার স্পিকারকে চিঠি পাঠিয়ে বলা হয়, তাদের তলব করার কোনও যুক্তিই নেই বিধানসভার। তারা যা করেছে, তা আইন মেনেই হয়েছে। এবং আদালতের নির্দেশে পদক্ষেপ করা হয়েছে। শুধু তা-ই নয়, তাদের কাছে পাঠানো তলব সাত দিনের মধ্যে চিঠি দিয়ে প্রত্যাহার করতেও বলা হয়েছে। স্পিকার আবার মঙ্গলবার চিঠি দিয়ে তাদের প্রতিনিধিদের আজ, বুধবার বিধানসভায় হাজিরা দিতে বলেছেন। স্পিকারের দেওয়া পূর্বনির্ধারিত হাজিরার দিন আজই। চিঠি চালাচালির পরে আজ ইডি বা সিবিআইয়ের তরফে কেউ হাজিরা দেন কি না, তা নিয়েই ধন্দ তৈরি হয়েছে। তবে স্পিকারের আশা, কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা হাজির হয়েই তাঁদের বক্তব্য জানাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন