জঙ্গি হানার আশঙ্কা উত্তরবঙ্গে

স্বাধীনতা দিবসের আগে সারা দেশেই সুরক্ষার আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়। এ বার জঙ্গি হামলার আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিশেষ ভাবে সতর্কতা জারি করল উত্তরবঙ্গের পাঁচ জেলায়। পুলিশি সূত্রের খবর, নর্থ ব্লকের ওই সতর্কবার্তা নবান্ন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাঠিয়ে দিয়ে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০৩:১৬
Share:

স্বাধীনতা দিবসের আগে সারা দেশেই সুরক্ষার আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়। এ বার জঙ্গি হামলার আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিশেষ ভাবে সতর্কতা জারি করল উত্তরবঙ্গের পাঁচ জেলায়। পুলিশি সূত্রের খবর, নর্থ ব্লকের ওই সতর্কবার্তা নবান্ন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাঠিয়ে দিয়ে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে।

Advertisement

নবান্ন সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর বার্তায় বলা হয়, এনএসসিএন-আইএম গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রের যে-শান্তি চুক্তি হয়েছে, নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন-খাপলাং গোষ্ঠী তাতে খুশি নয়। ওই গোষ্ঠী মায়ানমারে সদর দফতর খুলেছে। তারা সক্রিয় মণিপুর ও নাগাল্যান্ড-মায়ানমার সীমান্তে। উত্তর-পূর্বাঞ্চলকে অশান্ত করতে নেপালে সক্রিয় আইএসআইয়ের এজেন্টদের সঙ্গে তাদের বোঝাপড়া হয়েছে। তারা নাগা শান্তি চুক্তির বিরুদ্ধে ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোলমাল পাকানোর ছক কষছে। তাই বিশেষ সতর্কতা। আইএসআইয়ের সাহায্যে উত্তরবঙ্গে হামলা চালিয়ে বা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তি জানান দিতে পারে খাপলাং গোষ্ঠী।

জুনে মণিপুরে জঙ্গি হামলায় ১৮ জন ফৌজি মারা যান। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, খাপলাং জঙ্গিরাই ওই হামলা চালিয়েছিল। তার জবাবে ভারতীয় ফৌজ মায়ানমার সীমান্তে ঢুকে জঙ্গি শিবিরে হামলা চালায়। তাতে অন্তত ৫০ জন জঙ্গি মারা গিয়েছে। তার দু’মাসের মাথায় শান্তি চুক্তি সই করে কেন্দ্র। সংঘর্ষবিরতি-বিরোধী খাপলাং গোষ্ঠী বদলা নিতে স্বাধীনতা দিবসের আগে হামলা চালানোর তোড়জোড় করছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন