Basudeb Acharia

Sukanta Majumdar: বাসুদেবকে হারানো ‘ভুল’, বিতর্কে সুকান্ত

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অনুমান, পুরভোটের মুখে সংগঠন শক্তিশালী করতে সিপিএমের একাংশের সমর্থন আদায়ের চেষ্টা করছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ০৭:১১
Share:

বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। —ফাইল চিত্র।

বাসুদেব আচারিয়াকে হারানো ভুল হয়েছিল বাঁকুড়ার মানুষের, শনিবার দলের কর্মসূচিতে বাঁকুড়ায় গিয়ে প্রাক্তন সিপিএম সাংসদকে নিয়ে এমন মন্তব্য করে কার্যত বিতর্ক উস্কে দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “তৃণমূলের কথায় বাঁকুড়ার মানুষ বাসুদেববাবুর মতো মানুষকে হারিয়ে এক নায়িকাকে জিতিয়েছিলেন। বাসুদেববাবুর মতো মানুষকে হারানো ভুল হয়েছিল।’’ তাঁর সংযোজন, “বাসুদেববাবু অন্য রাজনৈতিক দল করতে পারেন। তবে ব্যক্তিগত জীবনে সততার সঙ্গে যাঁরা কাজ করেন, আমরা তাঁদের সম্মান করি।’’ বাসুদেব বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে বলেন, ‘‘বাঁকুড়ার মানুষই আমাকে তাঁদের সমস্যা সমাধানের আশায় ন’বার সাংসদ নির্বাচিত করেছিলেন। সাধ্যমতো চেষ্টা করেছি।’’

Advertisement

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অনুমান, পুরভোটের মুখে সংগঠন শক্তিশালী করতে সিপিএমের একাংশের সমর্থন আদায়ের চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের কথায়, “তলে-তলে বাম ও রামের জোট যে রয়েছে, তা বহু আগে থেকেই আমরা বলছিলাম। ধীরে-ধীরে সেটা প্রকাশ্যে আসছে।’’ পক্ষান্তরে, সিপিএমের রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায়ের মন্তব্য, “কেন্দ্রে বিজেপি-বিরোধী জোট ভাঙতে তৃণমূল যে ভূমিকা নিচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে, বিজেপির প্রকৃত বন্ধু কে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন