West Bengal Government Recruitment

কর্মসংস্থানে জোর, নতুন ১৮টি পদ তৈরিতে সিলমোহর দিল মমতার মন্ত্রিসভা, কোন দফতরে কত?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে একাধিক নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। যদিও সংখ্যা এখনও নির্দিষ্ট হয়নি। পাশাপাশি, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতেও বড় সংখ্যায় নার্স নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শেষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মৎস্য দফতরে ১টি, অর্থ দফতরে ২টি, নারী ও শিশু কল্যাণ দফতরে ১টি এবং স্বরাষ্ট্র দফতরে ২টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা দফতরে তৈরি হবে নতুন ১২টি পদ। এ ছাড়া মমতার হাতে থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরেও একাধিক নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। যদিও সংখ্যা এখনও নির্দিষ্ট হয়নি। পাশাপাশি, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতেও বড় সংখ্যায় নার্স নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।

বিধানসভায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সব মিলিয়ে মোট ১৮টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, শূন্যপদ পূরণ ও নতুন পদ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে মমতা স্পষ্ট করেছিলেন, তাঁর অভিমুখ হবে নতুন কর্মসংস্থান তৈরি। শিল্পায়নে গতি আনতে ইতিমধ্যেই বেশ কিছু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তৈরি হয়েছে ‘সিনার্জি’। সেই দৃষ্টিভঙ্গিতেই নতুন পদ তৈরির সিদ্ধান্ত বলে অভিমত প্রশাসনিক মহলের অনেকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement