Kaliganj Assembly By-Election 2025

বুথের কাছাকাছিও যেন রাজ্য পুলিশ না-থাকে, কমিশনের নিয়ন্ত্রণে ভোট করাক কেন্দ্রীয় বাহিনী, দাবি পদ্মের

রাজ্যের পুলিশের বিরুদ্ধে শাসক দলের হয়ে ‘পক্ষপাতিত্বে’র অভিযোগ তোলা হয়েছে বিজেপির চিঠিতে। বিজেপির দাবি, ভোটের দিন বুথে শুধু নয়, বুথ চত্বরেও রাজ্য পুলিশ মোতায়েন করা চলবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ২১:৩০
Share:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (বাঁ দিকে) শিশির বাজোরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায় (ডান দিকে)।

কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন প্রক্রিয়া থেকে রাজ্য পুলিশকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখার দাবি তুলল বিজেপি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে লিখিত ভাবে বৃহস্পতিবার সেই দাবি পেশ করা হয়েছে। রাজ্যের পুলিশের বিরুদ্ধে শাসক দলের হয়ে ‘পক্ষপাতিত্বে’র অভিযোগ তোলা হয়েছে বিজেপির ওই চিঠিতে। বিজেপির দাবি, ভোটের দিন বুথে শুধু নয়, বুথ চত্বরেও রাজ্য পুলিশ মোতায়েন করা চলবে না।

Advertisement

আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের প্রয়াণে আসনটি শূন্য হয়েছে। তাই উপনির্বাচন হচ্ছে কালীগঞ্জে। সেই ভোট রাজ্য পুলিশের তত্ত্বাবধানে হলে আদৌ অবাধ এবং শান্তিপূর্ণ হবে না বলেই বিজেপি অভিযোগ করেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং কমিশনের সঙ্গে যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত নেতা শিশির বাজোরিয়া বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যান। ভোটগ্রহণ পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর তদারকিতে করানোর দাবি পেশ করেন তাঁরা।

যে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিককে বিজেপি দিয়েছে, তাতে লেখা হয়েছে, রাজ্য পুলিশের একটি বার্তা সম্পর্কে বিজেপি জানতে পেরেছে, যাতে কালীগঞ্জের ভোটগ্রহণে রাজ্যের বাহিনী মোতায়েনের রূপরেখা রয়েছে। বিজেপি বুথে বা তার আশেপাশে রাজ্য পুলিশের উপস্থিতির ‘তীব্র বিরোধিতা’ করছে বলে চিঠিতে লেখা হয়েছে। বিজেপির অভিযোগ, ‘‘রাজ্য পুলিশকে অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক ভাবে অনুপ্রাণিত বাহিনীর ভূমিকা পালন করতে দেখা গিয়েছে এবং তারা এর আগের নির্বাচনগুলিতে নিরপেক্ষ থাকতে ব্যর্থ হয়েছে।’’

Advertisement

ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ভোটগ্রহণের দিনে নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর উপরে দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। বিরোধী দলের দাবি, ভোটের দিনে পুলিশ আইনশৃঙ্খলা সামলানোর কাজ করুক। কিন্তু ভোটের বুথের নিরাপত্তা দেওয়ার কাজ বা ভোট প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনও কাজে রাজ্যের পুলিশকে রাখা চলবে না বলে বিজেপি দাবি তুলেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং তার নিয়ন্ত্রণ সরাসরি নির্বাচন কমিশনের হাতে রাখতে হবে বলেও বিজেপির তরফ থেকে দাবি পেশ করা হয়েছে।

শিশির আনন্দবাজার ডট কমকে বলেন, ‘‘আমরা মুখ্য নির্বাচনী আধিকারিককে বলেছি, আপনাদের দফতরে আমরা আগেও অনেক বার এসেছি। আগেও অনেক আশ্বাস পেয়েছি। কিন্তু আশ্বাস অনুযায়ী কাজ হয়নি। এ বারও আপনি আশ্বাস দিলেন। কিন্তু আশ্বাস অনুযায়ী যাতে কাজ হয়, তা-ও নিশ্চিত করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement