Jail

Release Life Convicts: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬৩ বন্দিকে ছাড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথা জানানো হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনেই বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৩:০৭
Share:

নিয়ম মেনেই ছাড়া হবে বন্দিদের ফাইল চিত্র।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোট ৬৩ জন বন্দিকে জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথা জানানো হয়েছে। কোভিড পরিস্থিতি ও বয়সজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতিতে এক জায়গায় বেশি বন্দি রাখার নিয়ম নেই। সেই সঙ্গে ‘ক্রিমিনাল প্রসিডিওর কোড ১৯৭৩’-এর ৪৩২ নম্বর ধারা অনুযায়ী অন্তত ১৪ বছর জেলের সাজা খেটে নেওয়ার পরে কাউকে ছাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে।

রাজ্য জানিয়েছে, বন্দিদের বয়স, তাঁদের ভাল ব্যবহার ও সর্বোপরি করোনা পরিস্থিতি বিচার করে মোট ৬৩ জন বন্দিকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৬১ জন পুরুষ, যাঁদের প্রত্যেকের বয়স ৬০ বছরের বেশি ও দু’জন মহিলা, যাঁদের বয়স ৫৫ বছরের বেশি। যাতে তাঁরা বাকি জীবন পরিবারের সঙ্গে কাটাতে পারেন সে কথা ভেবে মানবিকতার দৃষ্টিতে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন