DGP Appointment in West Bengal

৪৮ ঘণ্টার মধ্যে ডিজি নিয়োগ নিয়ে রাজ্যকে প্রস্তাব পাঠাতে হবে, নির্দেশ ক্যাটের, তারিখ বেঁধে দেওয়া হল ইউপিএসসি-কেও!

আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। তার প্রেক্ষিতে আগামী ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪:১৫
Share:

রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি রাজেশ কুমার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। বুধবার এমনই নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) প্রিন্সিপাল বেঞ্চ। আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। তার প্রেক্ষিতে আগামী ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে। এবং ২৯ জানুয়ারির মধ্যে প্যানেল প্রস্তুত করে রাজ্যকে পাঠাবে ইউপিএসসি।

Advertisement

আইপিএস অফিসার রাজেশ এখন রাজ্যের গণশিক্ষাপ্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। আর কয়েক দিনের মধ্যে তাঁর কর্মজীবন শেষ হবে। ট্রাইবুনালে তিনি তাঁর আবেদনে জানিয়েছিলেন, ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসারের মামলায় বুধবার ক্যাট জানিয়েছে, রাজ্য সরকারের জন্য কোনও আইপিএস অফিসারকে বঞ্চিত করা যায় না।

পুলিশে স্থায়ী ডিজি নিয়োগে নিয়ে গত কয়েক দিন ধরে চর্চা শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি-র পদ থেকে অবসর নেওয়ার কথা আইপিএস রাজীব কুমারের। সম্প্রতি স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকারের পাঠানো পুলিশকর্তাদের নামের তালিকা (প‍্যানেল) কেন্দ্রের থেকে ফেরত চলে আসে। ইউপিএসসি জানিয়েছে, আগের স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে পাঠাতে হত ওই প‍্যানেল। আগের স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। তিনি অবসর নেন ২০২৩ সালে ডিসেম্বর মাসে। অর্থাৎ, সেই সময়কে ‘ডেট অফ ভেকেন্সি’ মনে করছে ইউপিএসসি। রাজ্য প্যানেল পাঠিয়েছিল সে বছরের ২৭ ডিসেম্বর। তার আগের সেপ্টেম্বর মাসকে এই বিধিতে প‍্যানেল পাঠানোর যোগ‍্য সময় বলে ধরা হয়।

Advertisement

এখন ট্রাইবুনালের নির্দেশ,পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ২৩ জানুয়ারির মধ্যে বা তার আগে ইমেল কিংবা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ইউপিএসসি-র কাছে ডিজিপি পদের জন্য তালিকাভুক্তির প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। ইউপিএসসি-কে ২৮ জানুয়ারি বা তার আগে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে এবং নির্দেশিকা অনুসারে প্যানেল প্রস্তুত করে তা ২৯ জানুয়ারি বা তার আগে রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। ঘটনাক্রমে যত দ্রুত সম্ভব প্রাপ্ত প্যানেল থেকে ডিজি নিয়োগের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। আগামী ১১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, ডিজি পদের জন্য সিনিয়র আইপিএস অফিসারদের নামের তালিকা দিতে হয় ইউপিএসসি-কে। সেখান থেকে তিন জনের নাম আসে রাজ্যের কাছে। রাজ্যকে তাঁদের মধ্যে একজনকে বেছে নিতে হয়। এবং স্থায়ী ডিজি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বা তাঁর মনোনীত সদস্য,কেন্দ্রীয় আধাসেনার কোনও ডিজি, ইউপিএসসি-র এক জন প্রতিনিধি, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব এবং বিদায়ী স্থায়ী ডিজি বৈঠক করে সিদ্ধান্ত নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement