হাইকোর্টে আবার কর্মবিরতির ডাক ২৭শে

কোনও আইনজীবীর মৃত্যুতে আদালতে কাজ বন্ধের বিরুদ্ধে প্রাক্তন প্রধান বিচারপতিদের অনেকেই সরব হয়েছেন। কিন্তু কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের অন্য আদালতে আইনজীবীদের কর্মবিরতির অভ্যাস বদলায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:১৩
Share:

কোনও আইনজীবীর মৃত্যুতে আদালতে কাজ বন্ধের বিরুদ্ধে প্রাক্তন প্রধান বিচারপতিদের অনেকেই সরব হয়েছেন। কিন্তু কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের অন্য আদালতে আইনজীবীদের কর্মবিরতির অভ্যাস বদলায়নি। এ বার আইন কমিশনে পাঠানো নিজেদের কেন্দ্রীয় সংগঠন বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)-র একটি সুপারিশের প্রতিবাদে সোমবার রাজ্যের সব আদালতে কর্মবিরতির ডাক দিল হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন।

Advertisement

বিসিআই-এর সুপারিশটি কী?

জাতীয় আইন কমিশনে বিসিআই-এর সুপারিশ, অযৌক্তিক কারণে আইনজীবীরা ধর্মঘট বা কর্মবিরতিতে সামিল হলে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হোক। এই সুপারিশ পছন্দ হয়নি কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের। তারা মনে করে, এই সুপারিশ আইনজীবীদের পক্ষে অপমানজনক। আন্দোলনে সামিল হতে তারা আহ্বান জানিয়েছে সব জেলার বার অ্যাসোসিয়েশনকেও।

Advertisement

ওই সুপারিশের প্রতিবাদে দিল্লিতে আগেই কর্মবিরতি হয়েছে। অন্য রাজ্যেও আন্দোলনের প্রস্তুতি চলছে বলে আইনজীবীদের সংগঠন সূত্রের খবর। তবে প্রবীণ আইনজীবীদের অনেকেই এই প্রতিবাদ আন্দোলনে খুশি নন। তাঁদের এক জন জানাচ্ছেন, সুপ্রিম কোর্টও সামান্য কারণে আইনজীবীদের একাংশের এই কর্মবিরতিকে ভাল চোখে দেখছে না।

আদালতে এক দিন কর্মবিরতি হলে হাজার হাজার বিচারপ্রার্থীর স্বার্থ বিঘ্নিত হয়। তবু আন্দোলন কেন?

হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরঞ্জন দাশগুপ্ত বলেন, ‘‘সংগঠনের সভায় অধিকাংশ সদস্যের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ ওই সংগঠনের প্রাক্তন সম্পাদক রানা মুখোপাধ্যায়ের বক্তব্য, আইনজীবীরা অকারণে কর্মবিরতি করেন না। তাঁরা কাজ বন্ধ রাখলে কোনও মক্কেল অভিযোগ জানিয়েছেন বলেও তিনি শোনেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement