Child Death

ফুটবল খেলার সময় ভেঙে পড়ল গোলপোস্ট, চাপা পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির পড়ুয়ার

স্থানীয় জানা গিয়েছে, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বিশাল মণ্ডল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ০৩:২৭
Share:

হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। —প্রতীকী চিত্র।

ফুটবল খেলার সময় হঠাৎ ভেঙে পড়ল গোলপোস্ট। তার নিচে চাপা পড়ে মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার। মঙ্গলবার সন্ধ্যায় নদিয়ার মদনপুরের শিকারপুর বিবেকানন্দ হাই স্কুলের মাঠের ঘটনা।

Advertisement

স্থানীয় জানা গিয়েছে, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল মদনপুর-২ গ্রাম পঞ্চায়েতের বেলে মাঠ এলাকার বাসিন্দা বছর সাতেকের বিশাল মণ্ডল। সেই সময় একটি গোলপোস্ট ভেঙে পড়লে তাতে চাপা পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জওহরলাল নেহরু মোমোরিয়াল হাসপাতালে। তবে তাতে শেষ রক্ষা হয়নি।

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুব্রত বিশ্বাস বলেন, ‘‘এই মাঠে প্রতিদিন সন্ধ্যায় শিশুরা খেলাধুলা করে। আজ বিশাল খেলতে এসেছিল। হঠাৎ গোলপোস্ট ভেঙে তার উপরে পড়ে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানে তার মৃত্যু হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement