State News

বারাসত কলেজে হাতাহাতিতে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী

ঝামেলার সময় এক দল ছাত্র ব্লেড দিয়ে অন্যদের আক্রমণ করে। তাতে আহত হন জনা কয়েক ছাত্র-ছাত্রী। ঝামেলা মেটাতে ছুটে আসেন কলেজের অন্য পড়ুয়ারা। আহতদের স্থানীয় বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ২৩:২৬
Share:

ছবি: সংগৃহীত।

ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে ঝামেলা বাধল বারাসত কলেজে। ব্লেড নিয়ে এক দল চড়াও হল আর অন্য দলের উপর। হাতাহাতিতে জড়াল তৃণমূলের দুই ছাত্র গোষ্ঠী। তাতে আহত হলেন পড়ুয়ারা। ঘটনা বারাসত কলেজের।

Advertisement

ঠিক কী ঘটেছিল?

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার বিকেলে কলেজের ভিতরে জনা কয়েক ছাত্রীকে লক্ষ্য করে কটূক্তি করে এক দল ছাত্র। ঘটনায় অভিযোগের তির ওঠে তৃণমূলের এক ছাত্র গোষ্ঠীর দিকে। সে খবর পাওয়ামাত্রই শাসক দলের অপর গোষ্ঠী অভিযুক্তদের উপর চড়াও হয়। কলেজ চত্বরেই শুরু হয়ে যায় হাতাহাতি, মারপিট। ঝামেলার সময় এক দল ছাত্র ব্লেড দিয়ে অন্যদের আক্রমণ করে। তাতে আহত হন জনা কয়েক ছাত্র-ছাত্রী। ঝামেলা মেটাতে ছুটে আসেন কলেজের অন্য পড়ুয়ারা। আহতদের স্থানীয় বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন

‘আজ আবার আমার পিতৃবিয়োগ হল’

গভীর শোক মোদীর, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য আগামিকাল

ঘটনার দায় নিয়ে অস্বীকার করেছেন কলেজ কর্তৃপক্ষ। বরং, কর্তৃপক্ষের দাবি, কলেজের কোনও পড়ুয়াই এই ঘটনার সঙ্গে জড়িত নন। এটা বহিরাগতদের কাজ। তবে বহিরাগতেরা কী ভাবে কলেজ চত্বরে ঢুকে ঝামেলা করল, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় তাদের দলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement