Higher Secondary Exam 2025

উচ্চ মাধ্যমিকে নাম নয় উত্তরপত্রে, জানাল সংসদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘অনেক বছরআগে উচ্চ মাধ্যমিকের খাতায় নাম না-লেখার রীতি ছিল। পরে ফের খাতায় নাম লেখার নিয়ম চালু হয়। এ বার থেকে উচ্চমাধ্যমিকের দু’টি সিমেস্টারের কোনওটিতেই উত্তরপত্রেনাম লিখতে হবে না।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৮:৩১
Share:

৮ সেপ্টেম্বর তৃতীয় সিমেস্টার শুরু হবে। ওএমআর শিটে পরীক্ষা হবে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এ বার উত্তরপত্রে আর নাম লিখতে হবে না। তার বদলে লিখতে হবেরোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘অনেক বছরআগে উচ্চ মাধ্যমিকের খাতায় নাম না-লেখার রীতি ছিল। পরে ফের খাতায় নাম লেখার নিয়ম চালু হয়। এ বার থেকে উচ্চমাধ্যমিকের দু’টি সিমেস্টারের কোনওটিতেই উত্তরপত্রেনাম লিখতে হবে না।’’ প্রসঙ্গত, এ বার তৃতীয় এবং চতুর্থ সিমেস্টার নিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন।৮ সেপ্টেম্বর তৃতীয় সিমেস্টার শুরু হবে। ওএমআর শিটে পরীক্ষা হবে।

নাম লেখার রীতি বদল নিয়ে সংসদ-সভাপতি বলেন, ‘‘উত্তরপত্রে নাম লিখলে তা সহজেচিহ্নিত করা যায়। পরীক্ষা আরও স্বচ্ছতার সঙ্গে করতে চাই আমরা। রোল নম্বর, রেজিস্ট্রেশননম্বর এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লেখা থাকায় উত্তরপত্র হারানোর আশঙ্কা নেই।’’ সংসদ জানিয়েছে, কী ভাবে ওএমআর শিটেরোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লিখতে হবে, তার প্রশিক্ষণ স্কুলগুলিকে দিতে হবে। ওএমআর শিটেভুল লিখলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে। তাই এ ক্ষেত্রে সতর্কতা জরুরি। ওএমআর শিটেরসফট কপি সংসদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।তা দেখে ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার অনুশীলনকরা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন