অরাজনৈতিক ছাত্র কাউন্সিল বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে যাদবপুরে। নিজস্ব চিত্র।
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল তৈরির সিদ্ধান্তের কথা সম্প্রতি ঘোষণা করেছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার তারই প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিপুল বিক্ষোভ জানালেন পড়ুয়ারা।
আরও পড়ুন: অবমাননা কেন, তলব স্কুলশিক্ষা অধিকর্তাকে
সেন্ট জেভিয়ার্সের মডেলে চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে রাজনৈতিক ছাত্র সংসদের বদলে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল তৈরি করা হবে বলে ঘোষণা করে রাজ্য সরকার। এ বিষয়ে সরকারি নির্দেশিকাও জারি হয়েছে। কিন্তু, শুরু থেকেই তা মানতে নারাজ ছিলেন না যাদবপুররে অধিকাংশ পড়ুয়া। সরকারি এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে পড়ুয়ারা ছাত্র কাউন্সিল গঠনের ওই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরকারি এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে ঘোষণা করতে হবে। পরে তাঁরা অনির্দিষ্টকালীন অবস্থান শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: ফের বিজেপিকে ভারত ছাড়া করার ডাক মুখ্যমন্ত্রীর
ইঞ্জিনিয়ারিং, কলা ও বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদের প্রতিনিধিরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এ দিনের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। তাঁরা কর্মসমিতির বৈঠকে ঢুকে স্মারকলিপি জমা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্রদের এই দাবি নিয়ে সরকারি স্তরে কথা বলা হবে।
অবস্থান বিক্ষোভ করছেন পড়ুয়ারা। দেখুন ভিডিও: