শ্বাসকষ্টে অসুস্থ সুব্রত হাসপাতালে

পাহাড়ি রাস্তায় হেঁটে দার্জিলিঙের পুলিশ সুপারের অফিসে ঢুকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবার বিকেলে দার্জিলিং জেলা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৪ ০৩:৩৪
Share:

পাহাড়ি রাস্তায় হেঁটে দার্জিলিঙের পুলিশ সুপারের অফিসে ঢুকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবার বিকেলে দার্জিলিং জেলা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

সুব্রতবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গ সফরে দার্জিলিং এসেছেন বুধবার বিকেলে। বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। শুক্রবার বেলা ২টোয় দার্জিলিঙের জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠক হয়। মুখ্যমন্ত্রী রিচমন্ড হিলের বাংলো থেকে হেঁটেই জেলাশাসকের দফতরে পৌঁছন। সুব্রতবাবু গাড়িতেই সেখানে যান। তবে পাহাড়ি এলাকায় গাড়ি থেকে নামার পরেও অনেকটা ওঠানামা করতে হয়। জেলাশাসকের দফতরে ঘণ্টা দুয়েক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হেঁটেই প্রায় ৪০০ মিটার উপরে পুলিশ সুপারের অফিসের দিকে রওনা হন। সুব্রতবাবু সেই দফতরের গেট পর্যন্তও গাড়িতে যান। কিন্তু সেখানেও গাড়ি থেকে নামার পরে বেশ কিছুটা খাড়াই এলাকা হেঁটে ওঠেন তিনি। তারপরে শৌচাগারে যাওয়ার মুখে আচমকা আচ্ছন্ন হয়ে পড়েন বর্ষীয়ান সুব্রতবাবু। তিনি মেঝেয় পড়ে যাচ্ছিলেন। তার আগেই অবশ্য দেহরক্ষীরা তাঁকে ধরে ফেলেন। তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ইন্টেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) তিনি চিকিৎসাধীন। সুব্রতবাবুকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “চিন্তার কোনও কারণ নেই। শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। তাঁর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য এ দিন রাতে সুব্রতবাবুকে হাসপাতালে রাখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন