SUCI

SUCI: আইন অমান্যের ডাক এসইউসি-র

মূল্যবৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি, ‘অগ্নিপথ’ প্রকল্প-সহ কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৯ জুন ওই কর্মসূচি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ০৩:০৮
Share:

এসইউসি দফতরে রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ও অন্য নেতারা নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একগুচ্ছ ‘জনবিরোধী নীতি’র প্রতিবাদে আইন অমান্য কর্মসূচির ডাক দিল এসইউসি। এসএসসি-নার্স নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানো, নারী নির্যাতন, ‘দুয়ারে মদ’ প্রকল্প, ওষুধ, পেট্রল, ডিজ়েল রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি, ‘অগ্নিপথ’ প্রকল্প-সহ কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৯ জুন ওই কর্মসূচি হবে। দলের রাজ্য দফতরে তরুণ মণ্ডল, তরুণ নস্কর, অমিতাভ চট্টোপাধ্যায়দের পাশে নিয়ে বৃহস্পতিবার এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, আগামী ২৯ তারিখ এন্টালির রামলীলা পার্কে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ জড়ো হয়ে আইন অমান্যের জন্য মিছিল শুরু করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement