SUCI

Shibdas Ghosh: শিবদাস শতবর্ষ পালনের সূচনা

কলকাতা ও সংলগ্ন কয়েকটি জেলাকে নিয়ে এ দিন সুবোধ মল্লিক স্কোয়ারের সভায় বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ০৭:৫৪
Share:

শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ সূচনার অনুষ্ঠানে নিজস্ব চিত্র।

দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষ পালনের সূচনা করল এসইউসি। দিল্লিতে শুক্রবার সকালের অনুষ্ঠানে ছিলেন দলের পলিটবুরো সদস্য সত্যবান এবং অসিত ভট্টাচার্য। শিবদাসবাবুর জীবন ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে উদ্ধৃতি প্রদর্শনীর উদ্বোধন করেন এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। কলকাতা ও সংলগ্ন কয়েকটি জেলাকে নিয়ে এ দিন সুবোধ মল্লিক স্কোয়ারের সভায় বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। বহরমপুর, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, জয়নগর-সহ নানা জায়গাতেই ছিল সভা। প্রত্যেকটি সভার পর নিয়োগ-দুর্নীতির বিরুদ্ধে এবং মেধা-তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। জেলায় মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল, প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর প্রমুখ। কলকাতায় অবশ্য পুলিশ মিছিল করতে দেয়নি বলে এসইউসি-র অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন