SUCI

পাট্টা-সমস্যায় মুখ্যমন্ত্রীকে চিঠি

সরকারি শিবিরে গেলে বলা হচ্ছে, ভূমি রাজস্ব দফতরের পাট্টার পর্চা না থাকলে ওই প্রকল্পে আবেদন করা যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০৪:২৫
Share:

ফাইল চিত্র।

রাজ্যে ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সুবিধা যাতে সকলে পেতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আবেদন জানাল এসইউসি। ওই প্রকল্পে বলা আছে, চাষ জমির পর্চা, বর্গা রেকর্ড, পাট্টা বা বনপাট্টা যাঁদের আছে, তাঁরা এর সুবিধা পাবেন। সরকারি শিবিরে গেলে বলা হচ্ছে, ভূমি রাজস্ব দফতরের পাট্টার পর্চা না থাকলে ওই প্রকল্পে আবেদন করা যাবে না। এই প্রেক্ষিতেই এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, বিএলআরও দফতরে হাজার হাজার পাট্টাদারদের নামের রেকর্ড হয়নি। কুলতলি ব্লকেই সাড়ে তিন হাজারের বেশি পাট্টাদার বহু বার দরখাস্ত করেও ‘এল আর রেকর্ড’ করাতে পারেনি। বহু পাট্টাদার যাতে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হন, তা দেখার জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন চণ্ডীবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement