চানঘরে মৃত্যু

দিন দুয়েকের জন্য বেড়াতে গিয়েছিলেন গৃহকর্ত্রী। শুক্রবার রাতে নিউ গড়িয়ার বাড়িতে ফিরে দেখেন, দরজা-জানলা ভিতর থেকে বন্ধ। বারবার কড়া নেড়েও সাড়াশব্দ পাননি। শেষ পর্যন্ত থানায় জানান তিনি। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, গৃহকর্তা দেবরাজ গঙ্গোপাধ্যায় (৫১) মৃত অবস্থায় পড়ে আছেন চানঘরে। মৃতদেহে পচন ধরেছে।

Advertisement
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০৩:৩২
Share:

দিন দুয়েকের জন্য বেড়াতে গিয়েছিলেন গৃহকর্ত্রী। শুক্রবার রাতে নিউ গড়িয়ার বাড়িতে ফিরে দেখেন, দরজা-জানলা ভিতর থেকে বন্ধ। বারবার কড়া নেড়েও সাড়াশব্দ পাননি। শেষ পর্যন্ত থানায় জানান তিনি। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, গৃহকর্তা দেবরাজ গঙ্গোপাধ্যায় (৫১) মৃত অবস্থায় পড়ে আছেন চানঘরে। মৃতদেহে পচন ধরেছে। অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, দেবরাজবাবু বাড়িতে একাই ছিলেন। সম্ভবত হঠাৎ অসুস্থ হয়েই মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement