State News

দুপুরের চড়া রোদের মধ্যে হঠাত্ শিল পড়ল মালদহের রতুয়ায়!

আকাশে রোদ, সঙ্গে বেশ গরম। তার মধ্যেই আচমকা আকাশ ফুঁড়ে ঝেঁপে পড়তে শুরু করল শিল। শুক্রবার দুপুরে মালদহের রতুয়ার বেশ কিছু এলাকাজুড়ে ওই শিলাবৃষ্টিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাঁচল শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১৭:৫২
Share:

ছবি: বাপি মজুমদার।

আকাশে রোদ, সঙ্গে বেশ গরম। তার মধ্যেই আচমকা আকাশ ফুঁড়ে ঝেঁপে পড়তে শুরু করল শিল। শুক্রবার দুপুরে মালদহের রতুয়ার বেশ কিছু এলাকাজুড়ে ওই শিলাবৃষ্টিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। টানা ১৫ মিনিট ধরে বড় আকারের শিলের দাপটে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আমেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। রতুয়া-১ ও ২ নম্বর ব্লকের বাহারাল, আড়াইডাঙ্গা, পরানপুর, মির্জাতপুর সহ প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ওই শিল পড়ে। শিল পড়ে রতুয়া লাগোয়া মানিকচকের নুরপুরের একাংশেও। ওই এলাকায় প্রচুর আমবাগান রয়েছে। ফলে মাথায় হাত আমচাষিদের।

Advertisement

আরও পড়ুন: তিস্তার পাল্টা শুখা আত্রেয়ী অস্ত্র মমতার

উদ্যানপালন দফতরের মালদহের সহ অধিকর্তা রাহুল চক্রবর্তী বলেন, চড়া রোদের মধ্যেই ওই এলাকাগুলিতে ১০০ থেকে ১৫০ গ্রাম ওজনের শিল পড়েছে। উদ্যানপালন দফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ হঠাত্ চড়া রোদের মধ্যেই শিল পড়তে শুরু করে। আতঙ্কে পথঘাট ছেড়ে মানুষজন নিরাপদ স্থানে পালাতে শুরু করেন। শিলের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে টালি ও টিনেরও অসংখ্য বাড়ি।

Advertisement

চাঁচলের মহকুমাশাসক পুষ্পক রায় বলেন, শিলে টিন ও টালির ছাদের ক্ষতি হয়েছে। বিডিওরা এলাকায় গিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। বাহারালের তৃণমূল নেতা সৌমিত্র রায় বলেন, জীবনে এমন কাণ্ড দেখিনি। প্রচুর ক্ষতি হয়েছে। প্রশাসনকে সব জানিয়েছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন