অস্থায়ী কর্মীদের জন্য মমতাকে চিঠি

ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে কর্মরত অস্থায়ী কর্মীদের দাবি বিবেচনা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২২
Share:

সুজন চক্রবর্তী।

ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে কর্মরত অস্থায়ী কর্মীদের দাবি বিবেচনা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। যথাযথ নিয়োগপত্র বা সমকাজে সমবেতন, কোনও কিছুই ওই অস্থায়ী কর্মীরা পাননি। গত বছরদুয়েকে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা, জেলা স্বাস্থ্য অধিকর্তা, ডায়মন্ড হারবারের সাংসদ বা বিধায়কের কাছে বারবার দরবার করেও কোনও সুরাহা হয়নি বলে কর্মীদের অভিযোগ। কয়েক দিন আগে হাসপাতালে গিয়ে অস্থায়ী কর্মীদের দাবিদাওয়ার বিষয়ে কথা বলেন সুজনবাবু। তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন