কী হচ্ছে পশ্চিমবঙ্গে, প্রশ্ন সুপ্রিম কোর্টের

তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আইনজীবী গৌরব ভাটিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৫
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়েই প্রশ্ন করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এ দিন এই সংক্রান্ত মামলায় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে কী হচ্ছে!’ রাজ্য সরকারের আইনজীবী পাল্টা বললেন, ‘সিবিআইতে কী হচ্ছে?’

Advertisement

তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আইনজীবী গৌরব ভাটিয়া। যিনি বিজেপিরও মুখপাত্র। রাজ্য সরকার আগেই এই তদন্তের দাবির বিরোধিতা করেছে।

আজ শুনানির সময় বিচারপতি এ কে সিক্রি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে উদ্দেশ করে বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কী হচ্ছে?’’ বিচারপতি সিক্রি অবশ্য আগেই বলে রেখেছিলেন, তিনি কোনও রাজনৈতিক কথা বলছেন না। কিন্তু বিচারপতির সেই কথা লুফে নিয়ে সিব্বল বলেন, ‘‘তা হলে সিবিআইতেও কী হচ্ছে?’’ এর পর গৌরব ভাটিয়ার মামলার দিকে ইঙ্গিত করে সিব্বল বলেন, ‘‘এ সবই তো আসলে রাজনীতি।’’

Advertisement

ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও শক্তিপদ সর্দার— বিজেপির এই তিন কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলায় সিব্বল যুক্তি দেন, তদন্তে চার্জশিট দায়ের হয়েছে। ভাটিয়ার অভিযোগ ছিল, তৃণমূল নেতারা খুনে জড়িত। তাই তদন্ত ঠিক মতো হয়নি। সিব্বল বলেন, খুনের মামলার খুঁটিনাটিতে সুপ্রিম কোর্টের ঢোকা উচিত নয়। বিষয়টি নিম্ন আদালতের উপরেই ছেড়ে দেওয়া উচিত। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন নেই।

বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন