Municipality Recruitment Case

হাজারো যুবকের ভবিষ্যৎ নষ্ট! পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে বলল সুপ্রিম কোর্ট

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্যতম অভিযুক্ত অয়ন শীল। তা গ্রাহ্য হয়নি। আদালত তাঁর আইনজীবীকে পরে আবার আবেদনের পরামর্শ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০
Share:

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অয়ন শীল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে সিবিআইকে, এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলায় জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্যতম অভিযুক্ত অয়ন শীল। তা গ্রাহ্য হয়নি। আদালত তাঁর আইনজীবীকে তিন মাস পরে আবার আবেদনের পরামর্শ দিয়েছে।

Advertisement

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে অয়নকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট। সেখান থেকেই পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। অয়নের সংস্থা পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। এর আগে অয়নের জামিনের আবেদন কলকাতা হাই কোর্ট খারিজ করে দিয়েছিল। এ বার তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, এখনই জামিন মঞ্জুর করা সম্ভব নয়। বিচারপতির মন্তব্য, ‘‘ওএমআর শিটে কারচুপির অভিযোগ রয়েছে। হাজার হাজার যুবকের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে।’’

শুনানি চলাকালীন অয়নের আইনজীবী আদালতে জানান, মোট ১৬টি পুরসভায় দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। একটি পুরসভার তদন্ত সম্পূর্ণ হয়েছে। একটি চার্জশিট দেওয়া হয়েছে। কবে এই তদন্ত শেষ হবে, তার কোনও ঠিক নেই। দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যে ভাবে জামিন দেওয়া হয়েছে, সেই ভাবেই শর্তসাপেক্ষে অয়নকেও জামিন দেওয়া হোক, আবেদন জানান তাঁর আইনজীবী। কিন্তু এই আবেদনের বিরোধিতা করে সিবিআই পাল্টা যুক্তি দেয়। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী বলেন, ‘‘ব্যাপক দুর্নীতি হয়েছে। তদন্ত অনেক তথ্য উঠে আসছে।’’ বিচারপতি জানতে চান, কত দিনে এই তদন্ত শেষ করতে পারবে সিবিআই।

Advertisement

অয়নের আইনজীবী এর পর আবেদন করেন, তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হোক সিবিআইকে। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে কোনও সময় বেঁধে দেয়নি। দ্রুত তদন্ত শেষ করতে বলেছে। আদালত মৌখিক ভাবে জানিয়েছে, ছ’মাসের মধ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করার চেষ্টা করবে সিবিআই। আপাতত অয়নকে জামিন দেওয়া হচ্ছে না। তিন মাস পরে তাঁর আইনজীবী আবার জামিনের জন্য আবেদন করতে পারেন। তখন আবেদনটি বিবেচনা করে দেখা হবে। এর পর মামলা প্রত্যাহারের অনুমতি চান অয়নের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement